Connect with us
ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতির অভিযোগ, বাদ যায়নি বিপিএলও

bpl and many league logo
বিপিএল লোগো। ছবি- ক্রিকইনফো

বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সংখ্যা। যেসকল দেশে আন্তর্জাতিক ক্রিকেট এখনো তেমন একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারেনি, সেখানেও গড়ে উঠছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। সংক্ষিপ্ত ফরমেটের এই টুর্নামেন্ট গুলো সারা বিশ্বে বেশ সারা জাগিয়ে চলেছে। এবার এমন সব টুর্নামেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন আইসিসির এক সাবেক কর্মকর্তা।

যেই অভিযোগের মাঝে উঠে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও নাম। বিশ্বের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা মেনে চলে না। যাতে করে বাড়ছে এই দুর্নীতির মাত্রা। বিষয়টি নিয়ে কথা বলেছেন আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে সাত বছর যাবত তদন্ত সমন্বয়কের কাজ করা স্টিভ রিচার্ডসন।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোর দুর্নীতির বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। যেখানে উঠে এসেছে রিচার্ডসনের নানা কথা। বিপিএলের প্রসঙ্গও উঠে এসেছে প্রতিবেদনটিতে। যেখানে উল্লেখ করা হয়, বিগত দুই বছরে টুর্নামেন্টটিতে ৩০ এর অধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু কোন ঘটনাতে কাউকে নিষিদ্ধ করা হয়নি।

টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে চলা বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও লিজেন্ডস লিগে দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব লিগে দুর্নীতিবিরোধী কার্যক্রমের জন্য আইসিসির সহযোগিতা নেয়া হয় না। বরং স্বল্প খরচেই দুর্নীতি দমনের কাজটি সেরে ফেলে তারা। এতে করে ভেতরে অনেক ধরনের সমস্যা থেকে যায়।

আরও পড়ুন:

» এবারও সাফ জয়ী পাহাড়ি কন্যাদের সংবর্ধনা দিবে রাঙ্গামাটি প্রশাসন

» অবসরের পর অধিনায়ক হয়ে ফিরছেন বিরাট কোহলি

প্রতিবেদনটিতে স্টিভ রিচার্ডসন বলেন, ‘ছোট ছোট লিগগুলোতে অনেক দুর্নীতি হয়। ছোট এই সকল লিগের খেলা ভারতীয় চ্যানেলে দেখানো হয়। কারণ ভারতে রয়েছে জুয়া, বেটিং বা বাজির বিশাল বাজার। যেখানে প্রতিবছর বিপুল অঙ্কের লেনদেন হয়ে থাকে। এই বিশাল অবৈধ বাজারে সকল দুর্নীতি খুঁজে বের করা প্রায় অসম্ভব।’

গত বছর পর্যন্ত আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে তদন্ত সমন্বয়ক হিসেবে কাজ করা রিচার্ডসন আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে সব সময় দুর্নীতিবাজরা নিজেদের কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। তাই বলে এমন নয় যে সব লিগে দুর্নীতিবাজরা কাজ করছেন। এখানে কেউ কেউ ভালো উদ্দেশ্য নিয়ে আসেন, তবে বুঝতেই পারেন না তাঁরা কী করছেন।’

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট