বিপিএলে এবার শুরু থেকেই মাঠের ক্রিকেটে দাপট দেখাচ্ছিলেন ক্রিকেটাররা। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও প্রতিনিয়ত দেখা যাচ্ছিল রানের বন্যা। তবে মাঠের বাইরে বিতর্ক থামাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড– বিসিবি। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপক্ষে উঠেছে গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিমের সাথে দুর্ব্যবহার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, এমন অভিযোগ উঠেছে।
শোনা যায় বিপিএল চলাকালে সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ফারুক আহমেদ। বিভিন্নভাবে শোনা যাচ্ছিল এই বোর্ড পরিচালককে অপদস্ত করে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন বিসিবি প্রধান। এমনকি পরিচালকদের মতামত উপেক্ষা করে স্বাধীনভাবে তাদের কাজ করতে দিতে বাধা দেয়ার খবর বাইরে আসছিল বিভিন্ন সূত্রে।
তবে এসব কথা কতটা সত্য এবার দেশের বেসরকারি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজেই প্রকাশ করেছেন ফাহিম। তার সঙ্গে অসদাচরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বোর্ড সভাপতির সেই মন্তব্য আমি স্পেসিফিক ভাবে পুনরায় বলতে চাই না। তবে সেটি আমাকে খুবই আশাহত করেছে। আমি জানিনা কেন তিনি এতোগুলো মানুষের সামনে এমন মন্তব্য করলেন।’
আরও পড়ুন:
» ভারতকে বিদায় করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
» চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ পেল পাকিস্তান
বিসিবিতে স্বাধীনভাবে কাজ করতে না পারলে বোর্ড ছেড়ে দেওয়ার কথাও জানান ফাহিম, ‘আমার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তারচে ভালো বাইরে থাকা।’
সম্প্রতি বিসিবির দায়িত্বে আসা নতুন মুখের মধ্যে অন্যতম দুই নাম ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। তবে নিজেদের মাঝে সৌহার্দ্য দেখতে না পেয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘পরিচালকদের যে জায়গা দেয়া দরকার সেটি কতটা বিসিবি প্রেসিডেন্ট দিতে চান, তা স্পষ্ট নয়। আমার কথাটা কিছুটা ভিন্ন হতে পারতো। কারণ, আমরা দুজনই নতুন এসেছি। সেখানে আমাদের মধ্যে একসাথে কাজ করার যে ব্যাপারটা, সেখানে এ ধরনের মন্তব্য সমীচীন নয়।’
তবে বোর্ড প্রধানের কাছ থেকে এমন আচরণ তিনি একদমই আশা করতে পারেননি বলেও হতাশা প্রকাশ করেছেন। নাজমুল আবেদিন ফাহিম নিজেও জানেন না কেন বোর্ড সভাপতি তার ব্যাপারে কোন নেতিবাচক মন্তব্য করেছেন। তবে বিষয়টি নিয়ে তিনি বেশ হতাশ এবং অবাক হয়েছেন বলেও জানান সেই গণমাধ্যমকে। অবশ্য ফারুক আহমেদ ঠিক বলেছেন তা নির্দিষ্ট ভাবে প্রকাশ করেননি ফাহিম।
ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৫/এফএএস