Connect with us
ক্রিকেট

রিশাদের সফলতায় মুশতাকের পাশাপাশি যার ভূমিকা ছিল

Along with Mushtaq, who played a role in Rishad's success
মুশতাকের সঙ্গে অনুশীলনে রিশাদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে এক আশীর্বাদরূপে আবির্ভূত হয়েছেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। বোলিং বিভাগে তার হাত ধরেই লেগ স্পিনারের দীর্ঘদিনের ঘাটতি পূরণ করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন এই ২২ বছর বয়সী ক্রিকেটার।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ। প্রথমবারের মতো বড় মঞ্চে অংশ নিয়ে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছিলেন তিনি। আর সে কাজটা খুব ভালোভাবেই করেছেন এই তরুণ। এবারের আসরে লাল-সবুজের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এই লেগি। ৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করে বাংলাদেশি বোলারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি এখন রিশাদ।

রিশাদের এমন অসাধারণ পারফরম্যান্সে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বিশ্বকাপের মাস দুয়েক আগে টাইগার শিবিরে যোগ দেন এই পাকিস্তানি কোচ, যার দায়িত্ব ছিল বিশ্বকাপ পর্যন্তই। রিশাদের ভালো বোলিংয়ের পেছনে মুশতাককে বেশি ক্রেডিট দেওয়া হলেও, পাশাপাশি দেশি কোচদেরও অনেক অবদান আছে বলে মনে করেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন:

» পাকিস্তান সিরিজের পরিকল্পনা নিয়ে যা বললেন শান্ত

» ইংল্যান্ডের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সাউথগেট 

আজ মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন শান্ত। এসময় এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি (মুশতাক আহমেদ) স্পিনারদের জন্য খুবই ভালো কাজ করেছেন। রিশাদ এবং অন্যান্য স্পিনাররা তার সঙ্গে খুবই কমফোর্টেবল ছিল। তবে রিশাদের ভালো করার পেছনে আমি শুধু মুশতাক আহমেদকে ক্রেডিট দিতে চাই না। কোচিং স্টাফে আমাদের যে দেশি কোচ (সোহেল ইসলাম) রয়েছেন, রিশাদ আগে থেকেই তাদের কাছে কোচিং নিচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘মুশতাক আহমেদ একজন অভিজ্ঞ কোচ। উনি বিশ্বকাপ জিতেছেন এবং বিশ্বকাপজয়ী দলের কোচও ছিলেন। তার সেই অভিজ্ঞতা রিশাদের সঙ্গেও শেয়ার করেছেন। উনার থেকে রিশাদ প্রাকটিক্যাল বিষয়ে অনেক শিখলেও, টেকনিক্যালি বলতে গেলে দেশি কোচ অনেক বড় ভূমিকা রেখেছেন।’

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট