সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের কাছে ২৮ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে ভঙ্গ হয়েছে দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস লেখার স্বপ্ন।
গতকাল শনিবার (৯ মার্চ) শেষ টি-টোয়েন্টিতে সিলেটে ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নুয়ান থুশারার হ্যাটট্রিকে লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ দিকে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের ঝড়ো ব্যাটিং হারের ব্যবধান কমানোর পাশাপাশি দর্শকদের মন কেড়েছে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নবম ওভারে মাত্র ৩২ রানেই ৬ উইকেট হারালে, তখন বাংলাদেশের পরাজয় ছিল কেবল সময়ের ব্যাপার। তবে এরপর ব্যাটিংয়ে এসে লঙ্কান বোলারদের ওপর তান্ডব চালিয়ে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩০ বলে ৫৩ রান করে শেষ পর্যন্ত আউট হন সেই থুশারার বলে ক্যাচ দিয়ে।
আউট হওয়ার আগ পর্যন্ত তার ব্যাটেই ক্ষীণ আশা দেখছিল ক্রিকেট প্রেমীরা। এই ইনিংস খেলার পথে ৭ বার লঙ্কান বোলারদের বল তিনি পাঠিয়েছেন গ্যালারিতে। আর এতেই গড়েছেন নতুন এক রেকর্ড। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে এই সিরিজের প্রথম ম্যাচেই এক ইনিংসে সর্বোচ্চ ছয় ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন জাকের আলী অনিক। তবে তার সেই রেকর্ড রিশাদের সামনে টিকল না বেশি সময়। এছাড়াও তামিম, লিটন, মাহমুদউল্লাহ এক ইনিংসে মেরেছিলেন সর্বোচ্চ পাঁচটি ছক্কা। এবার সবাইকে পেছনে ফেলে নতুন এই রেকর্ড নিজের নামে করলেন রিশাদ।
মূলত একজন লেগ স্পিনার হিসেবে পরিচিতি থাকলেও আজ ব্যাট হাতে দেখিয়েছেন নিজের ভালো। ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও শিকার করেছেন ২ উইকেট। তবে তার এই অলরাউন্ড পারফরমেন্স দলের জয় যথেষ্ট হতে না পারায় কিছুটা হতাশ রিশাদ। তবে তার এমন ব্যাটিং নিঃসন্দেহে ভবিষ্যতে তাকে আরও আত্মবিশ্বাসী করবে।
আরও পড়ুন: সিরিজ জিতে শ্রীলঙ্কার ‘টাইমড আউট’ উদযাপন, কী বললেন শান্ত
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৪/এফএএস