এ বছরের এশিয়া কাপ নিয়ে সৃষ্ট জটিলতা এখনো নিরসন হয়নি। রাজনৈতিক বৈরীতা মাঠে চলে আসায় সৃষ্টি হয়েছিলো টুর্নামেন্ট মাঠে না গড়ানোর শঙ্কা। কিন্তু সব কিছুর অবসান ঘটিয়ে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত হয়েছে। কিন্তু এখনো ঠিক হয়নি খেলার সূচি। এ জন্য অধীর আগ্রহে বসে আছে ক্রিকেটপ্রেমীরা। এই সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি সভায় বসছে।
পাকিস্তানি সংবাদপত্র ডন একটি প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৯ থেকে ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির সভা হবে। ওই সভায় উপস্থিত থাকবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা। সেই সভায় এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
ওই সভায় ভারতীয় বোর্ডের পক্ষে থাকবেন সভাপতি জয় শাহ, পিসিবি’র ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কর্মকর্তারা থাকবেন।
এ বছর বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও হবে ওয়ানডে ফরম্যাটে। ঘোষিত সূচি অনুযায়ী, এবারের এশিয়া কাপের ১৩টি ম্যাচের ৪টি পাকিস্তানের মাটিতে এবং ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে। আগামী ৩১ আগস্ট টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াও এশিয়া কাপে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল।
এবারের এশিয়া কাপ টুর্নামেন্টের মূল আয়োজক ছিল পাকিস্তান। ভারত সেখানে খেলতে না যাওয়ার আপত্তি তোলায় পরে যুক্ত হয়েছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: ফিফা নারী ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৩/এজে