বিপিএলে আজ (বুধবার) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে খুলনাকে ৩৪ রানে হারিয়েছে লিটন দাসের দল। কুমিল্লার হয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা পাকিস্তানি পেসার আমের জামাল।
মিরপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। দুই ওপেনার রিজওয়ান ও লিটনের কল্যাণে দারুণ শুরু পায় দলটি। । দশম ওভারে দলীয় ৬৯ রানের মাথায় নাসুমের শিকার হয়ে ৪৫ রান করে ফিরে যান লিটন। একই ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার রিজওয়ান।
এরপর কিছুটা এলোমেলো হয়ে যায় কুমিল্লার ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আরো চাপে পড়ে যায় দলটি। তবে শেষদিকে জাকের আলি ও মাহিদুল ইসলামের ছোট ক্যামিওতে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে কুমিল্লা। খুলনার হয়ে নাসুম আহমেদ ও ফাহিম আশরাফ ২ টি করে উইকেট নেন।
১৫০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ঝোড়ো শুরু এনে দেন ওপেনার এনামুল হক বিজয়। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়ে দ্বিতীয় ওভারেরই ১৯ রান করে ফিরে যান টাইগার্স দলপতি।
পরবর্তীতে আমের জামাল-মুস্তাফিজরা দারুণভাবে চেপে ধরে খুলনার ব্যাটারদের। একে একে উইকেটে দিয়ে সাজঘরে ফিরতে থাকে আফিফ-নেওয়াজরা। শেষ পর্যন্ত ১৮.৫ ওভার খেলে ১১৫ রানেই গুটিয়ে যায় খুলনা। দলের হয়ে শেষদিকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২৩ রান করেন।
কুমিল্লার হয়ে একাই পাঁচটি উইকেট নেন আমের জামাল। এছাড়া তাইজুল ইসলাম ২টি এবং আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান ও উইল জ্যাকস ১টি করে উইকেট নেন।
এই জয়ে খুলনাকে টপকে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমান ৮ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে খুলনা টাইগার্স।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৪৯/৭ (২০ ওভার)
খুলনা টাইগার্স: ১১৫/১০ (১৮.৫ ওভার)
ফলাফল: খুলনা টাইগার্স ৩৪ রানে জয়ী
আরও পড়ুন: যুব বিশ্বকাপ: টানা ৫বার ফাইনালে ওঠার রেকর্ড ভারতের
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৪/এমটি