ঢাকায় আসছেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন! সব ঠিক থাকলে আগামী বছরের অক্টোবরেই ঢাকায় আসবেন আমেরিকার সাবেক এই বক্সার। শুক্রবার (৮ ডিসেম্বর) এক সম্মেলনে এই তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির (বিপিবিএস) চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান।
চলতি মাসে বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি বক্সিং টুর্নামেন্টের আয়োজন করবে বিপিবিএস। যার নামকর করা হয়েছে ‘বিজয় দিবস বক্সিং শোডাউন’। আগামী ১৮ ডিসেম্বর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় দেশের ২০ টি জেলার ৩০ জন বক্সার ১০ বাউটের লড়াইয়ে অংশ নেবে।
এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে আজ শুক্রবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটোরিয়ামে একটি সম্মেলনের আয়োজন করে বিপিবিএস। আর সেখানেই মাইক টাইসনের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আসাদুজ্জামান।
প্রতি বছরই বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে বিপিবিএস। তাই এবার আমেরিকার সাবেক বক্সার মাইক টাইসনকে বাংলাদেশে আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়া আগামী বছরের মে মাসে ফ্রাঞ্চাইজি বক্সিং টুর্নামেন্টে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং লিগের (বিবিএল) দ্বিতীয় আসর আয়োজনের বিষয়টিও জানান আসাদুজ্জামান।
আরও পড়ুন: চার-ছক্কার ঝড়, টি-টেন লিগে অবিশ্বাস্য এক রেকর্ড
ক্রিফোস্পোর্টস/০৮ডিসেম্বর২৩/এমটি