Connect with us
ক্রিকেট

অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরলেন আমির ও ইমাদ

Amir and Imad returned to Pakistan after retirement
মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। ছবি- সংগৃহীত

প্রায় সাড়ে ৩ বছর পর সবাইকে অবাক করে অবসর থেকে ফেরার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। অবসর থেকে ফিরে এবার জাতীয় দলেও সুযোগ পেয়ে গেলেন এই বাঁহাতি পেসার। এছাড়া এক বছর পর অবসর ভাঙার ঘোষণা দেয়া পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকেও ম্যান ইন গ্রিনদের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দল গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে সবকটি দেশই। বিশ্বকাপের আগে পাকিস্তানও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে। এই সিরিজের জন্য সম্প্রতি ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবসর থেকে ফেরা দুই পাকিস্তানি তারকা ছাড়াও দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ইরফান খান ও উসমান খান।

তার আগে পাকিস্তানি ক্রিকেটারদের আরও ফিট ও শক্তিশালী করতে পিসিবি সভাপতি মহসিন নাকভি অদ্ভূত এক পদক্ষেপ গ্রহণ করেছেন। জাতীয় দলের ক্রিকেটারদের দেশটির সেনাবাহিনী কাছে প্রশিক্ষণ করতে পাঠিয়েছিল পিসিবি। তাই গত ২৫ মার্চ থেকে গতকাল ৮ এপ্রিল পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটারদের কাকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ দিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সেনাবাহিনী।

অপরদিকে আমির ও ইমাদকে দলে নেওয়া প্রসঙ্গে টিম ম্যানেজার ও নির্বাচক ওয়াহিব রিয়াজ বলেন, ‘হারিস রউফ এখন ইনজুরিতে আছে আর মোহাম্মদ নওয়াজের ফর্মও এখন কিছুটা চিন্তার বিষয়। তাই আমরা আমির ও ইমাদকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই দু’জনই বড় ও অভিজ্ঞ তারকা যারা আমাদের ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। তাদের উপর আমাদের আস্থা আছে।’

নিউজিল্যান্ড সিরিজের পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), আজম খান, ইফতিখার আহমেদ, ফখর জামান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, ইরফান খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, আবরার আহমেদ, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, উসামা মির, জামান খান ও উসমান খান।

রিজার্ভ:
আগা সালমান, হাসিবুল্লাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাহেবজাদা ফারহান।

আরও পড়ুন: মুস্তাফিজ কি দিল্লির আক্ষেপ বাড়িয়ে দিচ্ছে?

ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট