উয়েফা চ্যাম্পিয়ানস লিগের ম্যাচ-ডে সিক্স-এ জার্মান ক্লাব লাইপজিগ এর মুখোমুখি হয় এমির আ্যাস্টন ভিলা, টানটান এই ম্যাচে ২-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এমি মার্টিনেজ এর দল। তবে ম্যাচে করা ভুলের কারণে সমালোচিত হচ্ছেন এই আর্জেন্টাইন তারকা গোলকিপার।
মূলত ম্যাচে দুর্দান্ত কিছু সেভ দিলেও হজম করতে হয় দুটি গোল। দুটি গোলের জন্যই দায়ী করা হচ্ছে পরপর দুবার ইয়াশিন ট্রফি জেতা এই গোলকিপারকে।
ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় আ্যাস্টন ভিলা, এই লিড বেশি সময় স্থায়ী হয়নি, ম্যাচের ২৭ মিনিটে লাইপজিগ গোল করে সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে শুরুতে ৫২ মিনিটে আবার এগিয়ে যায় ভিলা, একি গল্পের পুনরাবৃত্তি ৬২ মিনিটে আবার সমতায় ফেরে লাইপজিগ। এর পর ৮৫ মিনিটে আ্যাস্টন ভিলা গোল করলে পরবর্তীতে সেটিই তাদের জয়ের জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। তবে, এমি মার্তিনেজের সমালোচনা করেছেন সাবেক ইংলিশ গোলকিপার পল রবিনসন।
আরও পড়ুন :
» বার্সেলোনার ম্যাচসহ আজকের খেলা (১১ ডিসেম্বর ২৪)
» হালনাগাদ টেস্ট র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন মিরাজ
বিবিসিতে তিনি জানান, এটি ছিল (বাউমগার্টনারের গোল) অ্যাস্টন ভিলার জন্য একটি সত্যিকারের পাঞ্চ। বাউমগার্টনারের সুন্দর ফিনিশ। কিন্তু এমি মার্তিনেজ, এই ম্যাচে কিছুই করার ছিল না। প্রথম গোলের সময় সে থ্রু-বল বুঝতে ভুল করেছে। এরপর বাক্সের প্রান্তে দাঁড়িয়ে আছে সে এসে এটি মোকাবিলা করতে পারতেন, কিন্তু সে (এমি মার্তিনেজ) তা করেনি।
এ পর্যন্ত গ্রুপ পর্বের ৬ ম্যাচ শেষে, ৪ জয় এক হার আর এক ড্র সহ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ এ অবস্থান করছে এমির আ্যাস্টন ভিলা।
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২০২৪/এএস/এসএ