Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে সাকিবদের ভরাডুবির কারণ খুঁজতে তদন্ত কমিটি ঘোষণা

ভারত বিশ্বকাপে দুঃস্বপ্নের মত একটা টুর্নামেন্ট কাটিয়েছে বাংলাদেশ। ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে বিশ্ব আসরে খেলতে গেলেও হতাশা নিয়ে দেশে ফিরেছে দল। দলের লজ্জাজনক পারফরমেন্সে বিশ্বকাপে ভরাডুবির পর অসন্তোষ প্রকাশ করেছিল ক্রিকেট বোর্ড। সেই প্রেক্ষিতে ব্যর্থতার অনুসন্ধানে তদন্ত কমিটির ঘোষণা করল বিসিবি।

বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট চলাকালে বিসিবি থেকে এমন ঘোষণা আসে। ৩ সদস্যের তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে এনায়েত হোসেন সিরাজসহ থাকছেন পরিচালক আকরাম খান এবং মাহবুবুল আনাম।

কমিটি ঘোষণার পর বিসিবির পক্ষ থেকে বলা হয়, তিন সদস্যের এই কমিটি করার উদ্দেশ্য হলো, তারা বিশ্বকাপে দলের দুর্বল পারফরম্যান্স করার পেছনের মূল কারণগুলো খতিয়ে দেখবে এবং পরবর্তীতে বোর্ডের কাছে তাদের ফলাফল উপস্থাপন করবে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপ পর্বে ভালো খেলে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই আসর শুরু করেছিল টিম টাইগাররা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে হারসহ আসরে নিয়মিত ব্যর্থতা সঙ্গী হয় সাকিবদের। নিজেদের খেলা নয় ম্যাচে কেবল দুটিতে জিতে অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ।

বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্রে জানা যায়, ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন ভরাডুবির কারণ বিসিবির কাছে ব্যাখা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অধিনায়ক সাকিব আল হাসান ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও নিজেদের ব্যাখ্যা দিয়েছেন। পরবর্তী বোর্ড সভায় তাদের এই রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন: দিনের প্রথম বলেই অলআউট বাংলাদেশ, তাইজুল-মিরাজের সাফল্য

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট