
ব্রাজিলের কোচ বিষয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে কার্লো আনচেলত্তির নাম। রিয়াল মাদ্রিদের এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে নেইমার-ভিনিসিয়ুসদের কোচ করতে দ্বিতীয় দফা আলোচনা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ। দরিভাল জুনিয়র পরবর্তী ব্রাজিলের দায়িত্বে আনচেলত্তিকে পেতে বেশ আশাবাদী পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দীর্ঘদিন ধরে কোনো বড় সাফল্যের দেখা পায়নি ব্রাজিল। যদিও ব্রাজিলের ফুটবলাররা নিজ নিজ ক্লাবে দারুণ খেলে যাচ্ছেন, তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই যেন হারিয়ে ফেলছেন ছন্দ। ২০২২ বিশ্বকাপ শেষে তিতের বিদায়ের পর তিনজন কোচ বদল করেছে সেলেসাওয়রা। সর্বশেষ বরখাস্ত হওয়া দরিভাল জুনিয়র দায়িত্ব নিয়ে শুরুতে বেশ আশা জাগালেও লক্ষণীয় সাফল্য এনে দিয়ে ব্যর্থ হন। যে কারণে তাকেও ছাঁটাই করেছে সিবিএফ।
দারিভাল জুনিয়রকে বরখাস্তের পর নতুন কোচের খোঁজে সময় নিচ্ছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এবার অনেক বুঝে শুনেই নেইমার-ভিনিসিয়ুসদের জন্য সেরা কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। শেষবার কোচ নিয়োগের সময়ও আলোচনায় ছিল আনচেলত্তির নাম। তবে শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হয় দরিভালকে। তবে এবার রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির সম্পর্ক ছিন্ন হওয়া নিয়ে জোরালো গুঞ্জন রয়েছে। তাই তাকে ব্রাজিলের দায়িত্ব দিতে আলোচনা শুরু করেছে সিবিএফ।
আরও পড়ুন:
» হৃদয়ের শাস্তিকে ‘হাস্যকর’ বলছেন তামিম, বিসিবির নতুন সিদ্ধান্ত
» ৩ ইস্যুতে বিসিবির কাছে দ্রুত সমাধান চাইলেন তামিমরা
রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হতাশাজনক। আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া, লা-লিগায় জয় পেতেও বেশ বেগ পেতে হচ্ছে ক্লাবটিকে। যে কারণে আনচেলত্তিকে বরখাস্তের বিষয়টি আলোচনায় রয়েছে। গুঞ্জন রয়েছে, আগামীকাল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার কোপা দেল রে ফাইনালে রিয়াল হেরে গেলে চাকরি হারাতে পারেন আনচেলত্তি।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আনচেলত্তির প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। মাদ্রিদে অবস্থানরত ব্রাজিলিয়ান মধ্যস্থতাকারী ও এজেন্টরা প্রতিদিন এ নিয়ে রিপোর্ট পাঠাচ্ছেন, এমনকি আনচেলত্তির ছেলে ও কোচের প্রতিনিধিদের সঙ্গেও নিয়মিত আলোচনা হচ্ছে। তবে রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে কোনো সিদ্ধান্তে যাবে না কেউ। যদিও সিবিএফের পক্ষ থেকে স্পেনে কোন প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে সিবিএফ।
তবে কোপা দেল রে’র ফাইনালের পরও রিয়ালের দায়িত্বে আনচেলত্তি বহাল থাকলে ব্রাজিলকে অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ পর্যন্ত। কারণ চলতি মৌসুম শেষেই রিয়াল ছাড়তে পারেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। কিন্তু আনচেলত্তির পাশাপাশি বিকল্প হিসেবে আছেন হোর্হে হেসুস। তবে ব্রাজিলের পছন্দের তালিকায় শীর্ষে আছেন আনচেলত্তি। এবার দেখার পালা শেষ পর্যন্ত কে আসেন নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্বে।
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৫/বিটি
