Connect with us
ফুটবল

চুক্তি শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি!

Ancelotti is leaving Real Madrid
কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে সময়টা ভালো কাটছে না কার্লো আনচেলত্তির। মৌসুমের শুরু থেকেই একের পর হোঁচট খাচ্ছে ক্লাবটি। যে কারণে এর মাঝে আনচেলত্তিকে বরখাস্তের গুঞ্জনও উঠেছিল বেশ কয়েকবার। তবে শেষ পর্যন্ত বরখাস্ত না হলেও, এবার নিজে থেকেই সরে দাড়াঁচ্ছেন আনচেলত্তি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভিনিসিয়ুস-এমবাপ্পেদের দায়িত্ব ছাড়ছেন এই ইতালিয়ান কোচ।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও চলতি বছরেই দায়িত্ব ছাড়ছেন আনচেলত্তি। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ওয়ানদা সেরো।

গত মৌসুমে সাফল্যের পর নতুন মৌসুমের শুরুটা আশানুরূপ হয়নি রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে দুটি এল ক্ল্যাসিকোতে হেরেছে লস ব্লাঙ্কোসরা। লা লিগায় মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরে যায় তারা। সম্প্রতি সুপারকোপার ফাইনালে বার্সেলোনার সঙ্গে ২-৫ গোলের বড় ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে কার্লো আনচেলত্তির দল।

আরও পড়ুন:

» ম্যানসিটির সঙ্গে মেয়াদ বাড়িয়ে হলান্ডের এক যুগের চুক্তি

» তামিমের সঙ্গে কী হয়েছিল, জানালেন মালান

অবশ্য লা লিগায় শুরুর বিপত্তি কাটিয়ে অনেকটা ঘুরে দাড়িয়েছে রিয়াল। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগেও বেশ কয়েকটি ম্যাচে হোঁচট খেয়েছে রিয়াল। ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ২০ নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা।

২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসেন কার্লো আনচেলত্তি। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আরও দুই বছর বাড়ানো হয়। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে। এর আগে প্রথম দফায় ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল