Connect with us
ফুটবল

ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে অনিশ্চিত আনচেলত্তি!

ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে অনিশ্চিত আনচেলত্তি! ছবি- সংগৃহীত

দুঃসময় যেন পিছু ছাড়ছে না ব্রাজিল ফুটবল দলের। কাতার বিশ্বকাপের পর থেকেই মাঠে খুব বাজে সময় পার করছে সেলেসাওরা। তবে দুঃসময়ের সীমাটা এবার মাঠ পেরিয়ে মাঠের বাইরেও চলে গেছে।

সম্প্রতি অনিয়মের অভিযোগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজকে প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি দিয়েছেন ব্রাজিলের আদালত। আর তাতেই নতুন করে আরো একটি দুঃসংবাদের ভাগিদার হলো ব্রাজিল ফুটবল দল।

ব্রাজিলের সাবেক কোচ তিতের দায়িত্ব ছিল কাতার বিশ্বকাপ পর্যন্ত। তারপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নেইমারদের দায়িত্ব দেয়া হয় ফার্নান্দো দিনিজকে। তবে তার অধীনেও বাজে পারফরম্যান্স করছে সেলেসাওরা।

ব্রাজিলের পরবর্তী কোচ সমস্যা দূর করার জন্য রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে আনতে আগ্রহী ছিলেন এডনাল্ডো। জানা যায়, চুক্তির ব্যাপারে নাকি আনচেলত্তির সাথে আলোচনাও বেশ এগিয়েছিল তার। কিন্তু এখন এডনাল্ডো পদে না থাকলে আনচেলত্তিকে নেইমারদের দায়িত্ব দেওয়ার ব্যাপারটিও হয়তো এখানেই থেমে যেতে পারে।

এডনাল্ডো রদ্রিগেজক অপসারণের পর সিভিএফের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট অব স্পোর্টসের বিচারপতি হোসে পারডিজকে। নতুন কোচ নিয়ে তিনি কি সিদ্ধান্ত দেন এখন তা ই দেখার পালা!

অবশ্য এডনাল্ডো রদ্রিগেজ তার অপসারণের ব্যাপারে আপিল করার সুযোগ পাচ্ছেন। যদিন আপিল করে তিনি পূনরায় তার সভাপতিত্ব ফিরে পান তাহলে ২০২৪ সালে ব্রাজিলের কোচ হিসেবে দেখা যেতে পারে আনচেলত্তিকে।

আরও পড়ুন: চার-ছক্কার ঝড়, টি-টেন লিগে অবিশ্বাস্য এক রেকর্ড

ক্রিফোস্পোর্টস/০৮ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল