Connect with us
ফুটবল

কর ফাঁকির অভিযোগে বড় দুঃসংবাদ পেতে পারেন আনচেলত্তি

Carlo Ancelotti
কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

চলতি মৌসুমেও দারুন ছন্দে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আনচেলত্তির শিষ্যরা। এদিকে প্রথম লেগে এগিয়ে থেকেই আজ রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামছে তারা। খেলার মাঠে আনচেলত্তির অধীনে দুর্দান্তভাবে উড়ছিল মাদ্রিদ। তবে মাঠের বাইরের ঘটনায় এবার বড় ধাক্কাই খেলেন খেলার মাঠের অন্যতম সফল এই কোচ।

আনচেলত্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে আদালতে। মূলত কর ফাঁকির দায়ে মাদ্রিদের প্রাদেশিক প্রসিকিউটর অফিস তার বিরুদ্ধে মামলা করেছেন। যেখানে চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন করা হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। মার্কার দাবি দুটি অপরাধে অভিযুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি কোচ।

তারা বলছে, রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪-১৫ মৌসুমে প্রথমবারের মতো ম্যানেজার হয়ে আসেন এই ইতালিয়ান কোচ। সে সময়ে তার সম্পদের পরিমাণ ছিল ১০ লাখ ৬২ হাজার ৭৯ ইউরো কর ফাঁকির অভিযোগ রয়েছে। এছাড়াও কর প্রদানের ক্ষেত্রে আনচেলত্তি স্পেনের বাসিন্দা হিসেবে নিজের অবস্থানের কথা উল্লেখ করলেও, তিনি থেকেছেন স্পেনের বাইরে মাদ্রিদে।

তিনি নিজের ব্যক্তিগত ইমেজ স্বত্ব বাদ দিয়ে কেবল রিয়ালের ম্যানেজার হিসেবে আয়ের তথ্য দেখিয়েছেন। বাড়তি আয়ের বিষয়ে মাদ্রিদ কোচ বেশ বিভ্রান্তি ছড়িয়ে রেখেছেন বলে অভিযোগ প্রসিকিউটর অফিসের। এতে শেষ পর্যন্ত শাস্তির মুখোমুখি হতে হলে ভালোই বিপাকে পড়বে রিয়াল মাদ্রিদের এই মাস্টারমাইন্ড।

আরও পড়ুন: ফিটনেস ফেরাতে পাক ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবে সেনাবাহিনী

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল