
দীর্ঘ গুঞ্জনের অবসান ঘটতে চলেছে। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন এবং আগামী জুনে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। সোমবার ‘দ্য অ্যাথলেটিক’ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
রিয়ালের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তি ২০২৬ পর্যন্ত থাকলেও তিনি ইতোমধ্যেই ড্রেসিং রুমে খেলোয়াড়দের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
সূত্র মতে, ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে এক বছরের প্রাথমিক চুক্তিতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
» ইতিহাস গড়ল লিভারপুল, এমন চ্যাম্পিয়ন আগে দেখেনি প্রিমিয়ার লিগ
» বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচসহ আজকের খেলা (২৯ এপ্রিল ২৫)
এর আগে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে রিয়ালের বিদায়ের পর এবং কোপা দেল রে ফাইনালে সিবিএফের প্রতিনিধিদের আনচেলত্তির সঙ্গে সাক্ষাৎ করার পর থেকেই গুঞ্জন জোরালো হয়। এবার সেই গুঞ্জন বাস্তবতায় রূপ নিতে চলেছে।
আনচেলত্তি রিয়াল ছাড়ায় আসন্ন ক্লাব বিশ্বকাপে (১৪ জুন, যুক্তরাষ্ট্রে) তাকে রিয়ালের ডাগআউটে দেখা যাবে না। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারির নাম শোনা যাচ্ছে, আর স্থায়ী কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন বায়ার লেভারকুসেনের সফল কোচ জাবি আলোনসো।
আনচেলত্তির ছেলে, দাভিদ আনচেলত্তি, বর্তমানে রিয়ালের সহকারী কোচ। তিনি যদি রিয়ালের প্রধান কোচ হিসেবে প্রস্তাব না পান, তবে বাবার অধীনে ব্রাজিল জাতীয় দলে সহকারী কোচ হিসেবে যোগ দেবেন।
এদিকে রিয়ালের চলতি মৌসুমটা আনচেলত্তির জন্য হতাশার। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার পেছনে রয়েছে রিয়াল, বাদ পড়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে, এবং স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালেও হেরেছে বার্সার কাছে।
উল্লেখ্য, আনচেলত্তির দুই দফার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে তিনি দুটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়নস লিগসহ কয়েকটি বড় শিরোপা জিতেছেন।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/এসএ/এনজে
