Connect with us
ফুটবল

জাভির বার্সায় থাকার সিদ্ধান্তকে সঠিক বলছেন আনচেলত্তি

জাভি হার্নান্দেজ ও আনচেলত্তি। ছবি- সংগৃহীত

২০২১ সালে বার্সেলোনার শিবিরে কোচ হিসাবে যোগ দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। বার্সায় আসার পর থেকে নিজের দলকে সুন্দরভাবে পরিচালনা করছিলেন তিনি। তবে স্প্যানিশ এই সাবেক তারকা হঠাৎ গত জানুয়ারিতে চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন। তবে এবার মৌসুমের মাঝপথে বদলাতে যাচ্ছেন নিজের সেই সিদ্ধান্ত। আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত বার্সাতেই থাকছেন জাভি।

চলতে মৌসুম শেষে ক্লাবটির ডাগআউটে আবারও দেখা যাবে এই স্প্যানিশ সাবেক মিডফিল্ডারকে। তার ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের পর ঘুরে দাঁড়ায় দলটি। লা লিগায় দুই নাম্বার স্থানে উঠে আসে কাতালান ক্লাবটি। এছাড়াও সব প্রতিযোগিতায় দারুন খেলছে জাভির শিষ্যরা। বার্সা সভাপতি হুয়ান লাপার্তো আরো এক মৌসুম থাকার জন্য আলোচনা করেন জাভির সাথে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলিয়ে আরো এক মৌসুম থাকবে বার্সার ডাগআউটে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তিকে জাভির বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন , ‘আমার মনে হয় বার্সায় অনেক ভালো করছে জাভি। ক্লাবটিকে ও খুব ভালোভাবে জানে। ওর থেকে যাওয়ার সিদ্ধান্তটা আমি সঠিক মনে করছি।’

গত সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও ৩-২ গোলে হাঁটতে হয় বার্সেলোনাকে। সেই ম্যাচে একটি গোল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বার্সেলোনার সভাপতি ম্যাচ শেষে জানান তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে পুনরায় ম্যাচ আয়োজন করার জন্য আবেদন করবেন। লাপার্তোর এই বিষয়ে জানতে চাইলে রিয়াল মাদ্রিদ বস বলেন, ‘আমরা এখন এই বিষয়ে কোনো চিন্তা করছি না। চলতি মৌসুম ভালোভাবে শেষ করতে চাই আমরা’

২০১৯ সালে ফুটবল খেলাকে বিদায় বলে কাতারি ক্লাব আল সাদেরে যোগ দিয়ে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেন এই স্প্যানিশ ফুটবলার। ২০২১ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব পান তিনি। তার কোচিং এর সুবাদে ২০২২-২৩ মৌসুম লিগ শিরোপা পাই বার্সেলোনা। গত সপ্তাহে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গিয়েছে বার্সেলোনা।

আরও পড়ুন: ফিফটি করেও স্ট্রাইকরেট নিয়ে সমালোচিত কোহলি

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/এইচআই/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল