দুই দশক আগে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডসে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয় জেমস অ্যান্ডারসনের। দীর্ঘদিন ২২ গজে রাজ করার পর লর্ডস থেকেই অবসরের ঘোষণা দেন এই পেসার। অবশেষে বিদায়ের পালা এসে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় নিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন টেস্ট ইতিহাসের সফলতম এই পেসার।
বিদায়বেলায় ভক্ত-সমর্থক থেকে শুরু করে দলের সতীর্থ, বিপক্ষ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, গ্যালারিতে থাকা পরিবারের লোকজন সবার করতালিতে মুখোরিত হয় পুরো স্টেডিয়াম। এরপর কিছুটা আবেগি হয়ে ভেজা ভেজা চোখে মাথার ক্যাপ উঁচিয়ে ধরে দলকে বিদায় জানিয়ে দেন অ্যান্ডারসন।
লর্ডসে অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। বিদায়ী টেস্টে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ২৬.৪ ওভার হাত ঘুরিয়ে ৪টি উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন।
আরও পড়ুন:
» পাকিস্তান সিরিজে পেসারদের নিয়ে আশাবাদী রুবেল হোসেন
» সাকিব-ক্যালিসদের বিশেষ রেকর্ডে ভাগ বসালেন স্টোকস
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে যাত্রা শুরু হয় অ্যান্ডারসনের। অভিষেক ম্যাচে ৫ উইকেট শিকার করে এই পেসার। ক্রিকেটকে বিদায় জানানোর আগে ১৮৮ টেস্টে ৪০ হাজারেও বেশি বার হাত ঘুরিয়ে ৭০৪টি উইকেট শিকার করেছেন তিনি। এর ফলে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন অ্যান্ডারসন।
এদিকে লর্ডস টেস্টে টস জিতে প্রথমে বোলিং করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১২১ রানেই অলআউট করে দেয় ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৬ রানেই গুটিয়ে যায় ক্রেইগ বাথওয়েটের দল।
ইংলিশদের হয়ে অভিষেক ম্যাচেই ১২ উইকেট শিকার করেছেন পেসার গাস অ্যাটকিনসন। প্রথম ইনিংসে ১২ ওভারে ৪৫ রান খরচায় ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১৪ ওভারে ৬১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সী এই পেসার।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/বিটি