আগামী ১০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন জেমস অ্যান্ডারসন। সকল প্রকার ক্রিকেট থেকে এই অবসর নেয়ার আগেই তিনি পেয়েছেন নতুন এক সুখবর। ক্রিকেট থেকে অবসর নিলেও ভিন্ন ভূমিকায় ইংল্যান্ড শিবিরেই থাকবেন এই অভিজ্ঞ ইংলিশ পেসার।
বিশ্বের একমাত্র পেসার হিসেবে আন্তর্জাতিক টেস্টে ৭০০ এর অধিক উইকেট শিকারের নজির গড়েছেন অ্যান্ডারসন। তিনি আগেই জানিয়ে রেখেছিলেন, গ্রীষ্মের প্রথম টেস্ট দিয়ে ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি। তবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়তে চায় না দল। তাই বিশেষ দায়িত্ব দিয়ে তাকে রেখে দিচ্ছে ক্রিকেট বোর্ড।
অবসরের পর ইংল্যান্ডের ফাস্ট বোলারদের মেন্টর বা পরামর্শদাতার ভূমিকা পালন করবেন অ্যান্ডারসন। ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর ‘রব কি’ গেল সোমবার জানিয়েছেন এমন খবর। তাই ক্রিকেট জীবনের ইতি টেনে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই বোলার।
অবসরের পরেও অ্যান্ডারসন দলের সঙ্গে থাকবেন এই বিষয়টি উল্লেখ করে রব কি বলেন, ‘লর্ডস টেস্টের পরেও জিমি (অ্যান্ডারসন) আমাদের দলের সঙ্গে থেকে যাবে। ও মেন্টর বা পরামর্শদাতা হিসেবে দলকে সাহায্য করবে। ইংলিশ ক্রিকেটকে ওর অনেক কিছুই দেওয়ার আছে। আমরা সেই সম্ভাবনা নষ্ট করতে চাই না।’
ক্রিকেট বোর্ড অ্যান্ডারসনকে মেন্টর হিসেবে থাকার অফার দিলে তিনি বেশ আগ্রহের সঙ্গেই সেটা গ্রহণ করেন বলে জানান রব কি, ‘যখন আমরা ওকে এই বিষয়ে জিজ্ঞেস করি, ও আগ্রহ দেখায়। ভবিষ্যতে করার মতো অনেক কিছুই আছে ওর জন্য। ইংলিশ ক্রিকেট খুব ভাগ্যবান হবে, যদি ও খেলার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করে।’
ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্ট, ১৯৪টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। টেস্টে ৭০০ উইকেটের পাশাপাশি একদিনের ক্রিকেটে ২৬৯টি এবং টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট রয়েছে তার। ২০১৫ বিশ্বকাপে ওয়ানডে ও ২০০৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছিলেন। লম্বা সময় জুড়ে কেবল টেস্ট সংস্করণই খেলছেন অ্যান্ডারসন।
আরও পড়ুন:
ঢাকায় ফিরে নতুন লক্ষ্যের কথা জানালেন যুবাদের বিশ্বকাপজয়ী কোচ
বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স
কোপা আমেরিকায় ব্রাজিল ম্যাচসহ আজকের খেলা (২ জুলাই ২৪)
রোনালদো-এমবাপ্পের পৃথক ম্যাচসহ আজকের খেলা (১ জুলাই ২৪)
ভারতের কাছে প্রোটিয়াদের স্বপ্নভঙ্গ, যা বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক
উরুগুয়ের বিপক্ষে থাকছেন না ভিনি, কি ভাবছেন কোচ
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৪/এফএএস