Connect with us
ক্রিকেট

প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের নতুন ইতিহাস

James Anderson
জেমস অ্যান্ডারসন। ছবি- ইএসপিএন

ভারতের বিপক্ষে ধর্মশালা টেস্টে তৃতীয় দিনের সকালেই কুলদীপ যাদবকে ফিরিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। নিজের দুই দশকের টেস্ট ক্যারিয়ারে ছুঁয়ে ফেললেন ৭০০ টেস্ট উইকেট শিকারের মাইলফলক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত আর কোন পেসার পৌঁছাতে পারেননি এই ক্লাবে।

আজ শনিবার (৯ মার্চ) ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে তৃতীয় দিনের সকালে বল করতে এসে এই কীর্তি গড়েন অ্যান্ডারসন। তবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট শিকার তিনি প্রথম করেননি। এর আগে শ্রীলঙ্কান বোলার মুথিয়া মুরালিধরন এবং অজি ক্রিকেটার শেন ওয়ার্ন ছুঁয়েছেন এই মাইলফলক।

তবে পেস বোলারদের মধ্যে অ্যান্ডারসনই প্রথম টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট তুলে নেওয়ার এই কীর্তি গড়েছেন। ধর্মশালা টেস্ট শুরুর আগে ৬৯৮ উইকেট নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচের দ্বিতীয় দিন শতক হাঁকানো শুভমান গিলকে আউট করার পর তৃতীয় দিনের সকালে কুলদীপ যাদবকে সাজঘরে ফিরিয়ে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

সকল বোলারদের মধ্যে হিসেব করলে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সকলের উপরে রয়েছেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুথিয়া মুরালিধরন। মাত্র ১৩৩ টেস্ট খেলে তিনি তুলে নিয়েছেন সর্বোচ্চ ৮০০ উইকেট। এই তালিকায় দুই নম্বর থাকা আরেক সাবেক অজি তারকা শেন ওয়ার্ন ১৪৫ ম্যাচ খেলে শিকার করেছেন ৭০৮ উইকেট।

এদিকে জেমস অ্যান্ডারসনের ৭০০ উইকেট শিকার করতে প্রয়োজন হয়েছে ১৮৪ ম্যাচ। ৪১ বছর বয়সি এই পেসারের ২০০৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটে বর্তমান ক্রিকেটারদের মধ্যে তার পেছনে ৫১৭ উইকেট নিয়ে আছেন অজি স্পিনার নাথান লায়ন।

এছাড়াও ভারতের সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে শিকার করেছিলেন ৬১৯। পেস বোলারদের মধ্যে অ্যান্ডারসনের পর আছেন তারই আরেক স্বদেশী বোলার স্টুয়ার্ট ব্রড। তিনি টেস্ট ক্রিকেট থেকে তুলে নিয়েছিলেন ৬০৪ উইকেট। বর্তমানে অ্যান্ডারসনের সামনে সুযোগ রয়েছে শেন ওয়ার্নকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে উঠে আসার।

আরও পড়ুন: বছরের প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট