Connect with us
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরলেন আন্দ্রে রাসেল

হরহামেশাই শোনা যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা জাতীয় দলের চেয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে বেশি গুরুত্ব দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের লিগ গুলোতে দাপট দেখিয়ে বেড়ান ক্যারিবীয়রা। যে কারণে অনেক বড় ক্রিকেটারদের নিয়মিত দেখা যায় না জাতীয় দলে। তেমনই দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে থেকে প্রায় ৭০০ দিন পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন আন্দ্রে রাসেল।

রভম্যান পাওয়েলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। অবশেষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই স্কোয়াডে জায়গা হয়েছে আন্দ্রে রাসেলের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার জাতীয় দলে জায়গা পেলেন তিনি।

সাম্প্রতিক সময় আরব আমিরাতের টি-টেন লিগে ব্যস্ত সময় পার করেছেন তিনি। গতকাল (শনিবার) এই ক্যারিবীয় তারকার দল ডেকান গ্ল্যাডিয়েটর্স ফাইনালে গিয়ে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে হেরে যায়। দীর্ঘ দিন পর জাতীয় দলে ডাক পাওয়ায় এবার দেশের পথে উড়াল দেবেন রাসেল।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রয়েছে এক নতুন মুখ- ম্যাথু ফর্ড। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার এর আগে ইংলিশদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে স্কোয়াডেও ছিলেন। ২০২০ সালের পর এই প্রথম দলে জায়গা হয়েছে শার্পেন রাদারফোর্ডেরও। তবে দলের বাইরে থাকলেও নিকোলাস পুরান ও জেসন হোল্ডার জাতীয় দলে ফিরবেন ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হলে।

আগামী বছর যুক্তরাষ্ট্রের সাথে যৌথ পরিকল্পনায় এই ওয়েস্ট ইন্ডিজেই আয়োজিত হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই দুই দলের জন্যই আসন্ন এই সিরিজটি হবে বেশ গুরুত্বপূর্ণ। রভম্যান পাওয়েলের সাথে সহকারি অধিনায়কের দায়িত্বে থাকছেন শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ গুলো আয়োজিত হবে যথাক্রমে১২, ১৪, ১৬, ২০ ও ২২ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), রসটন চেইজ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, ম্যাথু ফর্ড, কাইল মায়ার্স, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, আলজারি জোসেফ, গুদাকেশ মোতি, শার্পেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল ও রোমারিও শেফার্ড।

আরও পড়ুন: ইতিহাস গড়া ম্যাচের পর দুঃসংবাদ সিকান্দার রাজার, পেলেন নিষেধাজ্ঞা

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট