আর মাত্র কয়েকদিন পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অপেক্ষার অবসান ঘটছে।জাঁকজমকপূর্ণ চার-ছয়ের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ১ জুন থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের মূলপর্বের খেলা। এর আগে সবগুলো দলের প্রস্তুতির জন্য কিছু প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে আইসিসি। ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত প্রস্তুতি ম্যাচ চলবে।
প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আটলান্টিক মহাসাগরের দ্বীপ ত্রিনিদাদ ও টোবাগোতে। এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করা ১৬ টি দলের প্রস্তুতি ম্যাচের ভেন্যুও নির্ধারণ করেছে আইসিসি। টেক্সাসের গ্রান্ড প্রেইরী ক্রিকেট স্টেডিয়াম, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ত্রিনিদাদ ও টোবাগোর কুইন্স পার্ক এবং ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের পূর্বে বাংলাদেশও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।২৮ মে মঙ্গলবার বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ গ্রান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১ জুন ব্রোওয়ার্ড কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ২য় প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করতে পারলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশ ক্রিকেট দলকে। সেই সাথে বিশ্বকাপে ভালো কিছুই উপহার দিতে পারবে বাংলাদেশ।
৩০ মে বৃহস্পতিবার ত্রিনিদাদ এবং টোবাগোর কুইন্স পার্ক ওভালের ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটিতে দর্শকদের জন্য উন্মুক্ত টিকিট কাটার সুযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্লে অফে হায়দরাবাদ, বৃষ্টিতে কপাল পুড়লো গুজরাটের
ক্রিফোস্পোর্টস/১৭মে২৪/এইচআই/এজে