বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি বাংলাদেশি আম্পায়াররাও দিনকে দিন আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের স্থান সমুন্নত করছে। এই যেমন কিছু দিন আগেই আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার আরেক বাংলাদেশি আম্পায়ার আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন।
বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ আলী খান আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন। আজ (২৩ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির প্রধান ইফতিখার আহমেদ মিঠু।
বাংলাদেশের এই আম্পায়ার চলতি বছরে সদ্য শেষ হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এসিসি মেন্স প্রিমিয়ার কাপেও মোর্শেদ আলী খান আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আবার সিলেটে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও আম্পায়ারিংয়ের গুরুদায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ২ ম্যাচে মোর্শেদ আলী খান অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন।
উল্লেখ্য, ৫১ বছর বয়সী এই আম্পায়ার বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচও খেলেছেন। ২০০০-২০০১ মৌসুমে ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন সাবেক এই বাঁ হাতি টাইগার পেসার। গাজী সোহেল, তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুলের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক প্যানেলে জায়গা করে নিলেন মোর্শেদ।
এর আগে এলিট প্যানেলে সৈকত যুক্ত হওয়ার পরই মোর্শেদের নাম আইসিসির কাছে প্রস্তাব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তিনি যে জিম্বাবুয়ে সিরিজের আগেই তালিকাভুক্ত হবেন এই নিয়ে আগে থেকে গুঞ্জনও ছিল।
আরও পড়ুন: চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৪/এমএস/বিটি