![Another local coach joins the national team](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Another-local-coach-joins-the-national-team-e1739293665473.jpg.webp)
বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে দেশি কোচদের তুলনায় বিদেশি কোচরাই সবসময় বেশি প্রাধান্য পেয়ে এসেছেন। তবে ফারুক আহমেদের বোর্ডের অধীনে বিদেশি কোচদের পাশাপাশি দেশি কোচদেরও বেশ প্রাধান্য দেওয়া হচ্ছে। গেল বছরের শেষদিকে বাংলাদেশ জাতীয় (পুরুষ) দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। এবার জাতীয় নারী ক্রিকেট দলে যুক্ত হলেন স্থানীয় অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান।
বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সারোয়ার ইমরানকে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই অভিজ্ঞ কোচকে নিয়োগের বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এর আগে টাইগ্রেসদের প্রধান কোচের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার কোচ হাসান তিলকারত্নে। সপ্তাহখানেক আগে জ্যোতিদের দায়িত্ব ছাড়েন তিনি। প্রধান কোচ হিসেবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল। তবে নতুন করে চুক্তি নবায়ন করা হবে কি না এমন গুঞ্জনের মাঝেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই লঙ্কান কোচ।
আরও পড়ুন:
» নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার ম্যাচে উইলিয়ামসনের রেকর্ড
» উড়ন্ত ব্রাজিলের দুর্দান্ত জয়, বিশ্বকাপের টিকিট চূড়ান্ত
তিলকারত্নের পদত্যাগের দেশি কোচ নিয়োগে বেশি প্রাধান্য দেয় বিসিবি। এর মাঝে বেশ কয়েকজন দেশীয় কোচের সঙ্গে যোগাযোগের পর শেষ পর্যন্ত অভিজ্ঞ সারোয়ার ইমরানের কাঁধে জ্যোতিদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
![BCB Appoint Sarwar Imran As Bangladesh Womens Head Coach](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/BCB-Appoint-Sarwar-Imran-As-Bangladesh-Womens-Head-Coach-300x169.jpg.webp)
জ্যোতিদের সঙ্গে কাজ শুরু করেছেন সারোয়ার ইমরান। ছবি- বিসিবি
এ বিষয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি বস ফারুক আহমেদ বলেন, ‘তিলকারত্নে চলে যাওয়ায় তার জায়গায় ইমরান সারোয়ারকে জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’
এছাড়া স্থানীয় কোচদের দায়িত্ব দেওয়ার ব্যাপার ফারুক বলেন বলেন, ‘আমি বিসিবির দায়িত্ব নেওয়ার পরেই বলেছিলাম জাতীয় দলের কোচিং প্যানেলে স্থানীয়দের সুযোগ দেওয়া হবে। তারই অংশ হিসেবে নারী দলের প্রধান কোচ হিসেবে সারোয়ার ইমরানকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার মনে হয় তাদের দায়িত্ব না দিলে বুঝা সম্ভব নয় তারা ভালো করছেন কি না।’
স্থানীয় কোচদের মধ্যে অন্যতম সেরা এবং বেশ অভিজ্ঞ ইমরান। ১৯৮৪ সাল থেকে ক্রিকেট কোচিংয়ে আসেন তিনি। ১৯৮৭ থেকে দশ বছর বিকেএসপির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে তার অধীনেই প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল টাইগাররা। জাতীয় দলের হয়ে কখনো সহকারী কিংবা প্রধান কোচ হিসেবেও পালাক্রমে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বিপিএল, ডিপিএলেও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞ কোচ।
সম্প্রতি জুনিয়র টাইগ্রেসদের সঙ্গে কাজ করেছেন সারোয়ার। মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই খেলেছিলেন সুমাইয়া-ফাহমিদারা।
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)