Connect with us
ক্রিকেট

আরেক দলও বাদ পড়লো আইপিএল থেকে, কার পয়েন্ট কত‍?

IPL 20
গুজরাট টাইটান্স বাদ পড়লো আইপিএল থেকে

দেখতে দেখতে আইপিএলের আসর চলে আসছে শেষের দিকে। এখন প্লেঅফ. এলিমিনেটর, কোয়ালিফায়ার এসব সমীকরণ মেলাতে ব্যস্ত দলগুলো। এরই মধ্যে বাদ পড়ে গেল আরও একটি দল। পয়েন্ট টেবিলের অবস্থা দেখে বোঝা যাচ্ছে মুম্বাই ও পাঞ্জাবের পর বিদায় নিশ্চিত হয়েছে গুজরাটের। অন্যদিকে প্লে অফ নিশ্চিত হয়েছে কলকাতার।

গতকাল রাতে ছিল কলকাতা-গুজরাট ম্যাচ। কিন্তু আহমেদাবাদের মাঠে বৃষ্টি মাগড়ায় একটা বলও মাঠে গড়ায়নি। দুই দলের ম্যাচ শেষ হয়েছে পয়েন্ট ভাগাভাগিতে। এতে করে ১ পয়েন্ট পাওয়ায় টেবিলে শীর্ষ দুই নিশ্চিত কলকাতার। প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত তাদের। প্রথম কোয়ালিফায়ার জিতলে ফাইনাল নিশ্চিত হবে আর হারলেও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারের।

আইপিএল পয়েন্ট টেবিলে শীর্ষ চার দলের পয়েন্ট ১৪ বা তার বেশি। কলকাতা শীর্ষে আছে ১৯ পয়েন্ট নিয়ে, ১২ ম্যাচে ৮ জয় ৪ হারে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান। চেন্নাই ও হায়দরাবাদের পয়েন্ট সমান ১৪ করে। আর ১২ ম্যাচে ৫ জয় ৭ হার ও ১ ড্রতে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে গুজরাট। শেষ ম্যাচ জিতলেও তাই লাভ হচ্ছে না তাদের।

তবে ১৪ পয়েন্ট নিয়ে শেষ চারে থাকলেও প্লেঅফ চূড়ান্ত হয়নি চেন্নাই ও হায়দরাবাদের। সানরাইজার্স হায়দরাবাদ ১২ ম্যাচে ১৪ পয়েন্ট আর চেন্নাই এক ম্যাচ বেশি খেলেও একই পয়েন্ট। তাই হায়দরাবাদের প্রথম চারে ওঠার সম্ভাবনা বেশি।

চেন্নাই সুপার কিংসও বেশ এগিয়ে আছে প্লে অফের দৌড়ে। দুই বা তিনটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে হিসাবে অনেকটা এগিয়ে থাকবে নেট রানরেটের কারণে।

১৩ ম্যাচে দিল্লির সংগ্রহ ১২ পয়েন্ট। দিল্লির প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রায় শেষের দিকে। সে ক্ষেত্রে দেখা হবে নেট রানরেট। আবার লখনৌর অর্জন ১২ ম্যাচে ১২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলায় দিল্লির তুলনায় তাদেরই প্লে-অফে ওঠার সম্ভাবনা বেশি। শেষ ম্যাচে বড় ব্যবধানের জয় পরাজয়ের সমীকরণে তাকিয়ে থাকতে এই দুদলকে।

ওদিকে একেবারে দৌড় থেকে ছিটকে যায় কোহলির বেঙ্গালুরুও। হারে হারে শুরু করা বেঙ্গালুরু টানা ৫ ম্যাচ জিতে ছন্দে ফিরেছে। বিভিন্ন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট বলছে, গ্রুপপর্বের শেষ ম্যাচ জিতলে বেঙ্গালুরুর প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে। এতে করে অন্য দলগুলোকে হারতে হবে। সেই সঙ্গে রানরেটও রয়েছে ভালো। লড়াইটা জমে উঠেছে লখনৌ, দিল্লি ও বেঙ্গালুরুর মধ্যে। এ তিন দলের পয়েন্ট সমান ১২ করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র সিরিজ থেকে বাদ তাসকিন, অনিশ্চিত বিশ্বকাপেও!

ক্রিফোস্পোর্টস/১৪মে২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট