নতুন মৌসুমে দারুণ শুরু বার্সেলোনার। তিন ম্যাচে তিন জয় নিয়ে স্বস্তিতে ব্লাউগ্রানারা। গত রাতে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি-ফ্লিকের শিষ্যরা। ম্যাচ জয়ে লা লিগা টেবিল টপার এখন বার্সেলোনা। শিরোপা পুনরুদ্ধারে এগিয়ে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বিয়াল মাদ্রিদ থেকে।
গতকাল রাতে রায়ো ভাইয়েকানোর মাঠে লিগের তৃতীয় ম্যাচ ডে-তে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। তবে এই ম্যাচের নায়ক নতুন সাইনিং দানি ওলমো।
গত এক সপ্তাহ ধরেই এই নতুন সাইনিং নিয়ে তোলপাড় চলছে। জার্মান ক্লাব লাইপজিগ থেকে মোট ৬০ মিলিয়ন ইউরো দিয়ে সাইনিং করালেও, লা লিগায় রেজিস্ট্রার করাতে না পারায় লিগে প্রথম দুই ম্যাচ মিস করে ওলমো। তবে ইলকায় গুন্দোয়ানের বিদায়ের পর সফলভাবে রেজিস্ট্রার সম্পন্ন করে বার্সেলোনা। তার পরদিনই জয়ের নায়ক হলেন এই নতুন সাইনিং।
আরও পড়ুন:
» মার্টিনেজের বেশে বাংলাদেশের জয়ের নায়ক আসিফ (ভিডিও)
» রোনালদোকে বিশেষ সম্মাননা দেবে উয়েফা, নেপথ্যে যে কীর্তি
উনাই লোপেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন পেদ্রি। শেষ দিকে জয়সূচক গোলটি করেন বদলি নামা ওলমো। নিজের অভিষেক ম্যাচেই গোল করলেন ২৬ বছর বয়সী এই তারকা। ক্রসবার বাধা না হয়ে দাঁড়ালে দ্বিতীয় গোলটিও পেতে পারতেন। তবে শেষ পর্যন্ত একটি গোল করেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।
প্রথমার্ধে তেমন কোন জোরালো আক্রমণ দেখাতে পারেনি বার্সেলোনা। মাত্র দুইটি শট নেয়ার বিপরীতে ভায়োকানো প্রথম থেকেই চড়াও হয়ে খেলতে থাকে। যার দরুণ, নবম মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লোপেস।
দ্বিতীয়ার্ধে ফেররান তরেসের জায়গায় ওলমোকে মাঠে নামান ফ্লিক। এতে দলের আক্রমণেও ধার বাড়ে। ৫১তম মিনিটে দারুণ সুযোগ পান রবের্ত লেভানদোভস্কি, কিন্তু বাম দিক থেকে রাফিনিয়ার পাসে ছুটে গিয়ে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি পোলিশ স্ট্রাইকার।
দলের হয়ে সমতাসূচক গোলটি করেন পেদ্রি। ৬০ মিনিটের খেলা চলমান এমন সময় বক্সে রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। এরপর ৭১ মিনিট চলাকালীন গোল করেন লেভানদোভস্কি। কিন্তু ভিএআর প্রযুক্তির মাধ্যমে গোল বাতিল করেন রেফারি।
বার্সেলোনার হয়ে জয়সূচক গোলটি করেন দানি ওলমো। ৮২ মিনিটে লামিন ইয়ামালের কাটব্যাক বক্সে পান ওলমো। তার দুই পাশে ঘিরে ছিলেন প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়। এর মাঝ দিয়েই বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী তারকা।
শেষ পর্যন্ত কোন দলই আর গোল করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা, ২০১৮ সালের পর এই প্রথম ভাইয়েকানোর মাঠে লা লিগার ম্যাচ জিততে পারল ব্লাউগ্রানারা। এতে তিন ম্যাচে শতভাগ সাফল্যে বার্সেলোনার হলো ৯ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ভিয়ারেয়াল।
আর এক ড্র, এক জয় নিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/এএস/এজে