কিছুদিন আগেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিরতার কারণে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। এবার সেই মেজর টুর্নামেন্টের পর আরেক বিশ্ব টুর্নামেন্ট স্থানান্তরিত হয়ে গেল বাংলাদেশ থেকে।
চলতি মাসে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের। যেখানে আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর ঢাকায় এই টুর্নামেন্টে অংশ নেয়ার কথা ছিল ৪০ দেশের। নতুন সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
আজ সোমবার গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন, কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী। পরিবর্তিত সূচি অনুযায়ী কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ ডারবানে শুরু হবে আগামী ২৭ নভেম্বর। যা শেষ হবে ২ ডিসেম্বর।
এদিকে ফেডারেশনের বিভিন্ন অভ্যন্তরীণ সূত্র মতে শোনা যাচ্ছে, যেই টুর্নামেন্ট দেশের মাটিতে হওয়ার কথা ছিল এবার সেখানেই অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের। কেননা দক্ষিণ আফ্রিকায় গিয়ে বিপুল অর্থ খরচ করে একটি টুর্নামেন্টে অংশ নেওয়া হয়তো এই মুহুর্তে সম্ভব হবে না কারাতে ফেডারেশনের।
২০১৯ কাঠমান্ডু এসএ গেমসের কারাতে ইভেন্ট থেকে তিনটি স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। তাই কমনওয়েলথের এবারও পদক আশা করছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। মূলত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতন ঘটে। এরপর দেশে দেখা দেয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এখন অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও বিশ্ব টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশে ভরসা রাখতে পারছে না কেউ।
আরও পড়ুন: ভারত সিরিজে বাংলাদেশের সম্ভাব্য টেস্ট দল
ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/এফএএস