ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। অ্যান্টিগায় টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকদের চেপে ধরেছে টাইগার বোলাররা। লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট।
অ্যান্টিগায় প্রথম সেশনে ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট তুলে নিয়েছেন পেসার তাসিকন আহমেদ।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলেন দুই ওপেনার ক্রেগ ব্রাফওয়েট ও মাইকেল লুইস। হাসান মাহমুদ-শরিফুলদের ইকোনমিক্যাল বোলিংয়ে শুরু থেকেই কিছুটা চাপে ছিল স্বাগতিকরা। তবে প্রথম ১৩ ওভারে কোনো উইকেটের দেখা পায়নি সফকারীরা।
ইনিংসের ১৪তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। অধিনায়ক ক্রেগ ব্রাফওয়েটকে এলবিডব্লিউর শিকার করে সাজঘরে পাঠান এই ডানহাতি পেসার। তবে তিনি রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। সাজঘরে ফেরার আগে ৩৮ বল খেলে মাত্র ৪ রান সংগ্রহ করেন উইন্ডিজ কাপ্তান।
আরও পড়ুন:
» ইন্টার মায়ামির কোচ হচ্ছেন মেসির সাবেক সতীর্থ
» পার্থ টেস্ট : ৭২ বছরে প্রথমবার ঘটল এমন ঘটনা
তাসকিন তার পরের ওভার করতে এসেই দ্বিতীয় সাফল্যের দেখা পান। এবার তার শিকার তিন নম্বরে নামা কেসি কার্টি। তাসকিনের বল লেগ সাইডে খেলতে গিয়ে মিড অফে ধরা পরেন তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন এই ব্যাটার।
দ্রুত দুই উইকেট হারানোর পর কাভেম হজকে নিয়ে ম্যাচের হাল ধরেছেন ওপেনার মাইকেল লুসি। লাঞ্চে যাওয়ার আগে অপরাজিত ২৫ রানের জুটি গড়েছেন তারা। লুইস ৭২ বলে ৩৬ এবং হজ ২০ বলে ১০ রান করে অপরাজিত আছেন।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/বিটি