Connect with us
ক্রিকেট

অ্যান্টিগা টেস্ট : সংবাদ সম্মেলনে কাঁদলেন জাস্টিন গ্রেবস

Justin Greaves
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে আবেগপ্রবণ গ্রেবস। ছবি- সংগৃহীত

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর জাস্টিন গ্রেবসের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ক্যারিবিয়ানরা। এটা ছিল গ্রেবসের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাই দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে কেঁদেছেন ক্যারিবীয় এই ক্রিকেটার ।

ওয়েস্ট ইন্ডিজ যখন ৫ উইকেটে ২৫০ রান নিয়ে প্রথম দিন শেষ করে তখন ১৪ রানে অপরাজিত ছিলেন গ্রেবস। এরপর জশুয়াকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করলেও খুব দ্রুতই জশুয়া সাজঘরে ফিরে যান। এরপর কেমার রোচকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন তিনি। দুজন মিলে গড়েন ১৪০ রানের অনবদ্য এক জুটি।

যদিও ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে হাসান মাহমুদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন রোচ। কিন্তু অন্যপ্রান্তে টিকে থেকে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন জাস্টিন গ্রেবস। ইনিংস ঘোষণা আগ পর্যন্ত ১১৫ রানে ছিলেন অপরাজিত।


আরও পড়ুন :

» যুব এশিয়া কাপ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?

» এশিয়া কাপ খেলতে আমিরাতের উদ্দেশ্য রওনা দিয়েছে বাংলাদেশ

» আইপিএল মেগা নিলাম: শ্রেয়াস আয়ার না পারলেও ২৭ কোটি ছুঁলেন পন্ত


দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে জাস্টিন গ্রেবস বলেন, এই মুহূর্ত আমার জন্য খুবই স্পেশাল। অনেক পথ পাড়ি দিয়ে আজকের জায়গায় এসেছি। এখানে পৌঁছাতে শারীরিক ও মানসিকভাবে অনেক পরিশ্রম করেছি। তবে আজ আমি ভীষণ খুশি, দায়িত্ব নিয়ে দলকে ভালো জায়গায় নিতে পেরেছি।

এসময় পেসার রোচের সঙ্গে লম্বা জুটির গড়ার বিষয়ে প্রশ্ন করা হলে গ্রেবস বলেন, কেমার রোচ একজন অভিজ্ঞ খেলোয়াড়। তার সঙ্গে জুটি গড়ে খেলার ব্যাপারটা দারুণ ছিল। সে সবসময়ই আমাকে নিজেদের মতো করে খেলার পরামর্শ দিয়েছে। বলেছে, নিজের ওপর আত্মবিশ্বাস রেখে খেলতে এবং লক্ষ্যে এগিয়ে যেতে।

এসময় গ্রেবস আরও বলেন, কেমার রোচ সবসময়ই আমাকে ক্রিজে নিজেকে ধরে রেখে খেলতে বলেছেন। এছাড়াও বোলারদের ক্লান্ত করে তাদেরকে চতুর্থ-পঞ্চম স্পেল পর্যন্ত নিয়ে আসতে বলেছেন। আমি তার কথা মতো ধৈর্য্য ধরে একপ্রান্তে নিজের স্বাভাবিক খেলাটাই খেলে গেছি।

দ্বিতীয় দিনের শেষ সেশনে ৯ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দিনের শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে ৪০ রানেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ— প্রথম ইনিংস : ৪৫০/৯ (ডি.)
বাংলাদেশ— প্রথম ইনিংস : ৪০/২

ক্রিফোস্পোটর্স/২৪নভেম্বর২৪/এসআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট