গত পরশু রাতে স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ৮ গোলের রোমাঞ্চকর সেই ম্যাচ জিতে নিয়ে আগেই ফাইনালে চলে গেছে রিয়াল। ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে শিরোপা জিততে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে বিদায় নিলেও রিয়ালের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন অ্যাটলেটিকোর ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। গত পরশু রাতে রিয়ালের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার হিসেবে ১৭৪ তম গোলটি করেন গ্রিজমান। আর এই গোলের মাধ্যমে অ্যাটলেটিকোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে গিয়েছেন তিনি।
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে গ্রিজমানের গোলেই পিছিয়ে থাকা অবস্থায় ২-২ গোলে সমতায় ফিরেছিল অ্যাটলেটিকো। যদিও অতিরিক্ত সময়ের খেলায় দুই গোল হজম করে ৫-৩ গোলের বড় ব্যবধানে হার বরণ করতে হয় লাল-সাদা জার্সিধারীদের। আর এর মাধ্যমেই এবারের মত আসর থেকে বিদায় নিতে হয়েছে অ্যাটলেটিকোকে।
এর আগে গত ডিসেম্বরেই লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক লুইস আরাগোনেসের ১৭৩ গোল স্পর্শ করেছিলেন এই ফরাসি ফুটবলার। ২০২২ সালে বার্সেলোনা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে দ্বিতীয় দফায় আবারও ফিরে আসেন গ্রিজমান। দুই মেয়াদে এটিএমের হয়ে খেলা এই তারকা এখন পর্যন্ত মোট ৩৬৮ টি ম্যাচ খেলেছেন। প্রথমবারের মত তিনি অ্যাটলেটিকোতে আসেন ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে।
২০১৮ বিশ্বকাপ জয়ী গ্রিজমানকে ২০১৯ সালে রেকর্ড ১২০ মিলিয়ন ইউরোতে কিনে নেয় বার্সেলোনা। কিন্তু ক্লাবটিতে গিয়ে প্রত্যাশা মাফিক পারফর্ম করতে না পারায় ২০২১ সালে আবারও এটিএমে ধারে খেলতে আসেন গ্রিজমান। পরবর্তীতে অবশ্য মাত্র ২০ মিলিয়ন ইউরের বিনিময়ে বার্সার থেকে অ্যাটলেটিকো ফের তাকে কিনে নেয়। রাজধানীর ক্লাবটিতে ফিরে এসে পুরোনো বস ডিয়েগো সিমিওনের অধীনে আবারও সেরা ফর্ম কাটাচ্ছেন তিনি। চলতি মৌসুমে সিমিওনের দলের হয়ে এ পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান।
আরও পড়ুন: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল-বার্সার এল ক্লাসিকো
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/এমএস/এমটি