Connect with us
ফুটবল

ফাইনালের আগে ফ্রান্স শিবিরে দুশ্চিন্তা

ফ্রান্স ফুটবল দল। ছবি- গুগল

কাতার বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে রবিবার। নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণে মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও ইউরোপের ফ্রান্স। রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এদিকে ফাইনালের আগে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স শিবিরে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। হাইভোল্টেজ ম্যাচের আগে দলটির নিয়মিত সেন্টারব্যাক জুটিকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বিশেষ করে ডিফেন্ডার রাফায়েল ভারান ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তার শরীরে ভাইরাসের কিছু উপসর্গ মিলেছে। একইসঙ্গে সতীর্থ ইব্রাহিমা কোনাতে অসুস্থ হয়ে নিজের রুম ছেড়েই বের হতেই পারেননি। খবর-ইএসপিএন।

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের দুদিন আগে অনুশীলন মিস করা ফ্রান্সের পাঁচ খেলোয়াড়ের মধ্যে ভারানে ও কোনাতে ছিলেন। তবে সেমিতে মরক্কোর বিপক্ষে খেলেন কোনাতে।

এর আগে আরেক ডিফেন্ডার ডায়ট উপামেকানো, মিডফিল্ডার আদ্রিয়েন রাবিতে এবং কিংসলে কোমান সপ্তাহের শুরুতে অসুস্থ হন। অনুশীলনে দলের সঙ্গে তাদের দেখা যায়নি।

এমন পরিস্থিতিতে কোচ দিদিয়ের দেশম জানান, স্কোয়াডে এ ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের দলে ফ্লুর মতো উপসর্গ ধরা পড়েছে। আমরা সতর্ক রয়েছি, যেন তা ছড়িয়ে না পড়ে। আমাদের খেলোয়াড়রা মাঠে চেষ্টা করছে। তবে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কমছে বলে জানান ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক এ অধিনায়ক।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা

অপরদিকে ইএসপিএনের এক প্রতিবেদনে জানা যায়, রাবিও আর উপামেকানো সুস্থ হয়ে উঠেছেন। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে তাদের দেখাও যেতে পারে।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২২/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল