আজ (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা বসবে। গত ২১ আগস্ট বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ক্রীড়া পরিসের মনোনীত কাউন্সিলর হিসাবে পরিচালক হোন। সেই দিন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন লন্ডন থেকে ই-মেইলে পদত্যাগপত্র জমা দিলে বিসিবির সভাপতি হিসাবে নিযুক্ত হোন ফারুক আহমেদ। এরপর ২৭ আগষ্ট এই বোর্ড সভাপতির নেতৃত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
আবারও আজ অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ড সভা। তবে এবারের সভার আলোচনার বিষয় কি হতে পাতে তা জানা জায়নি।
আরও পড়ুন: নাহিদ-তাসকিন-হাসানদের প্রশংসা শোনা যাচ্ছে আকাশ দীপের কণ্ঠে
তবে ধারণা করা হচ্ছে, বিসিবির অনেক পরিচালকের অনুপস্থিতর কারণে অনেক কাজের বিঘ্ন ঘটছে। তাই নতুন করে দ্বায়িত্ব বণ্টনের বিষয়ে আলোচনা হতে পারে। বিসিবির বর্তমান বোর্ড সভাপতি পরিচালকের দ্বায়িত্ব গ্রহণ করতে পারেন।
এছাড়াও আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও আলোচনা হতে পারে। এবারের বিপিএলে দল, সময় সূচি এবং ভেন্যু নিয়ে আলোচনা হতে পারে।
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে এ সভাও অনেক পরিচালক থাকবেন না। কোন কারণ ছাড়াই কোন পরিচালক পরপর ৩ অধিবেশনে অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হয়ে যায়। লিভ অব অ্যাবসেন্সে’র আবেদন করেছেন অনেকেই। তবে এই আবেদন রাখা বা না রাখা সম্পূর্ণ বোর্ডের ইখতিয়ার।
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এইচআই