নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আগামীকাল (শুক্রবার) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় পরাজয়ে সাকিবদের নেট রান রেট এখন ঋণাত্বকে অবস্থান করছে।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সাকিব বাহিনী। আর এ ম্যাচ দিয়েই ভারত বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।
গত এপ্রিল মাসে আইপিএল খেলতে এসে ইন্জুরিতে পড়েন নিউজিল্যান্ড অধিনায়ক। দীর্ঘ মাসের ইন্জুরিতে তার বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। সেই শঙ্কা উবে গেলেও বিশ্বকাপে কবে খেলবেন তা নিয়ে ছিল অনিশ্চয়তা।
তবে সব শঙ্কা তিনি নিজেই উড়িয়ে দিলেন আজ (বৃহস্পতিবার) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে। জানালেন, বাংলাদেশের বিপক্ষে তিনি খেলবেন। সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের বিপক্ষে তাদের পরিকল্পনা নিয়েও।
উইলিয়ামসন বলেন, আগামীকালের ম্যাচ নিয়ে আমরা সতর্ক আছি। কালকের ম্যাচে যে কোন কিছু ঘটতে পারে। ওয়ানডে ক্রিকেটটাই এমন যে, যে কোন দলের পক্ষেই ম্যাচ জেতা সম্ভব। দুই দলে ভালো কিছু স্পিনার আছে যারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।
এম চিদাম্বরাম এর উইকেট যে স্পিন সহায়ক তা বিগত আইপিএলের ম্যাচগুলোতেও দেখা গিয়েছে। বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচও তার বড় প্রমাণ। এ ব্যাপারে কিউই অধিনায়কও বেশ সতর্ক থাকছেন।
তিনি জানান, উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ বরাবরই ভালো। তাদের দলে কয়েকজন ম্যাচ উইনার আছে যারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। আগেই বলেছি, বিশ্বকাপে প্রতিটি দলেরই প্রতিপক্ষকে কঠিন পরিস্থিতিতে ফেলার সক্ষমতা আছে। এই লম্বা টুর্নামেন্টে ভালো করতে হলে আমাদের দল হিসেবে খেলতে হবে।
আরও পড়ুন: যে কারণে বাংলাদেশকে নিয়ে হিসাব কষছেন স্যান্টনার
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৩/এসএম/এসএ