
আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের বিশাল পরাজয়ের পর থেকেই ব্রাজিল জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যেকোনো সময় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসতে পারে। ইতিমধ্যেই তার বিকল্প খোঁজার কাজ শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন কোচ হিসেবে একজনকে প্রধান লক্ষ্য হিসেবে রাখলেও, সম্ভাব্য জটিলতার কথা মাথায় রেখে বিকল্প পরিকল্পনাও সাজিয়ে রেখেছে তারা।
ব্রাজিলের প্রথম পছন্দ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তবে তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি ২০২৬ সাল পর্যন্ত রয়েছে। ফলে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কিছু বাধা রয়ে গেছে। যদিও ধারণা করা হচ্ছে, ক্লাব বিশ্বকাপ শেষ হলেই আনচেলত্তি রিয়াল ছাড়তে পারেন, এমনকি ব্রাজিলের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব না পেলেও।
আনচেলত্তির না আসার সম্ভাবনা মাথায় রেখে সিবিএফের বিকল্প পরিকল্পনায় রয়েছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুস। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল হিলালের দায়িত্বে আছেন, তবে তার চুক্তির মেয়াদ চলতি মৌসুম পর্যন্ত। ফলে আনচেলত্তির তুলনায় তাকে নিয়োগ দেওয়া সহজ হতে পারে ব্রাজিলের জন্য। এমনকি ক্লাব বিশ্বকাপের আগেই তিনি দায়িত্ব নিতে পারেন।
আরও পড়ুন:
» ‘হাজার বছরেও উন্নতি হবে না ভারতের ফুটবলে’
» বড় জয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়াল বার্সেলোনা
তবে জেসুসের নিয়োগ নিয়েও কিছু প্রশ্ন আছে। আল হিলালে থাকাকালীন নেইমারের সঙ্গে তার সম্পর্ক তেমন ভালো ছিল না। ব্রাজিলিয়ান তারকা প্রকাশ্যেই বলেছিলেন, জেসুসের কিছু মন্তব্য তাকে হতাশ করেছিল। নেইমারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কের এই জটিলতা ব্রাজিলে তার আগমনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে বৃহত্তর স্বার্থে সিবিএফ চাইছে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিবিএফ এখনো আনচেলত্তিকে মূল লক্ষ্য হিসেবে রেখেছে। সভাপতি এনদালদো রদ্রিগেজ তার প্রতি বিশেষভাবে আগ্রহী এবং বিশ্বাস করেন, বিশ্বকাপ জয়ের জন্য তার অভিজ্ঞতাই প্রয়োজন ব্রাজিলের। তাই সব ঠিক থাকলে ক্লাব বিশ্বকাপ শেষেই আনচেলত্তির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেলতে চায় ব্রাজিল। যদি কোনো কারণে সেটি সম্ভব না হয়, তাহলে হোর্হে জেসুসকেই পরবর্তী বিকল্প হিসেবে দেখা হবে।
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৫/এফএএস
