ফিফার আন্তর্জাতিক বিরতিতে এবার আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচে প্রতিপক্ষ ছিল এল সালভাদর ও কোস্টারিকা। প্রথম ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে ও আজ কোস্টারিকার বিপক্ষে ১ গোলে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। এবার আলবিসেলেস্তে কোচের ব্যস্ততা শুরু হবে আড়াই মাস পর শুরু হতে যাওয়া লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার দল গঠন নিয়ে।
তবে টুর্নামেন্ট শুরুর এখনো বেশ কিছু দিন বাকি থাকলেও লিওনেল স্কালোনি তার দল বানানো কেমন হতে পারে সে সম্পর্কে যেন আগে থেকেই আভাস দিয়ে রাখলেন। আজ কোস্টারিকার বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি জানান, কোপার স্কোয়াডে মেসি আর ডি মারিয়া যে থাকছেন তা নিশ্চিত। বাকি আর কারো জায়গাই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেরা ছন্দে থেকেই দলে নিজেদের জায়গা নিশ্চিত করতে হবে।
দলের প্রধান খেলোয়াড় মেসিকে ছাড়াই টানা দুই ম্যাচ জয় তুলে নেওয়ায় খুশি আর্জেন্টিনার কোচ, ‘যুক্তরাষ্ট্র সফরটা আমরা বেশ ভালোভাবেই শেষ করতে পারলাম। এখানে কোন প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার কোনো উপায় ছিল না, যেটা আমরা আজকের খেলায় (কোস্টারিকা) আরও ভালোভাবে বুঝতে পেরেছি। খেলায় পিছিয়ে পড়েও যেভাবে আমরা ফিরে এসেছি তাতে আমি ভীষণ খুশি।’
আর্জেন্টিনার জার্সিতে আজকের ম্যাচে গোলরক্ষক হিসেবে অভিষেক হয়েছে ওয়ার্ল্টার বেনিতেজের। কোপার স্কোয়াডে এই সদ্য অভিষিক্ত গোলরক্ষকের সুযোগ কতটুকু রয়েছে সে সম্পর্কে বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘স্কোয়াডে তার থাকার সম্ভাবনা আছে তবে আমি আগে থেকে কিছুরই নিশ্চয়তা দিতে পারছি না। শুধু একজনের ব্যাপারে আমি নিশ্চিত (মেসি), যার ব্যাপারে আপনারাও জানেন। ও হ্যা, ফিদের (ডি মারিয়া) থাকাও নিশ্চিত। এছাড়া আর কারো দলে থাকার নিশ্চয়তা আমি দিতে পারছি না।’
‘আমাদের দলে ভালো কয়েকজন মিডফিল্ডারের সংযোজন হয়েছে। এতে কারো জায়গা ফাঁকা পড়ে থাকবে না। কোনো কারণে একজন দলের বাইরে থাকলে তার জায়গায় অন্য কেউ খেলবে। এমনকি সেটা পারফরম্যান্সের বিশারপও হতপ পারে’ – যোগ করেন স্কালোনি।
আরও পড়ুন: পিছিয়ে পড়েও টানা তিন গোল দিয়ে জিতলো আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/এমএস/এমটি