চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে বাংলাদেশ দল। সেই ম্যাচে কেবল টাইগার পেসাররাই প্রতিপক্ষকে কিছুটা লড়াই উপহার দিতে পেরেছিল। এবার সেই নাহিদ-তাসকিন-হাসানদের নিয়ে প্রশংসা শোনা যাচ্ছে আকাশ দীপের কণ্ঠে।
দ্বিতীয় টেস্ট ম্যাচ সামনে রেখে আজ বৃহস্পতিবার কানপুরে অনুশীলন করেছে ভারতীয় দল। এদিন স্বাগতিক পেসারদের মধ্যে পূর্ণ সময় বোলিং অনুশীলন চালিয়ে যান কেবল আকাশ দীপ। বুমরাহ ও সিরাজ আসলেও তেমন একটা হাত ঘুরাননি নেটে।
আকাশ দীপের জন্ম বিহারে। রঞ্জি ট্রফি খেলেছেন বাংলার হয়ে। আর এই সময়ে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের পেস বিপ্লবের কথা জানতে পেরেছেন তিনি নিজেও। এবার ঘরের মাঠে সেটাই নিজ চোখে দেখলেন এই পেসার। আর তাই করলেন প্রশংসাও।
আকাশ দীপ বলেন, ‘বাংলাদেশের পেস বোলাররা চেন্নাইতে দুর্দান্ত বোলিং করেছে। প্রথম ইনিংসে তারা আমাদের ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিয়েছে। তবে দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা স্লো হয়ে যাওয়ায় তারা ততটা সুবিধা করতে পারেনি, তবে তারা দারুণ ছিলো।’
কানপুরে উইকেট বিবেচনায় উভয় দলের একাদশে আসতে পারে পরিবর্তন। কেননা এই উইকেটে আধিপত্য বিস্তার করতে পারে স্পিনাররা। তবে শুরুর দিকে নতুন বলে উইকেট এনে দিতে পেসাররাই যে ভূমিকা রাখবেন সেটাও মনে করিয়ে দিলেন তিনি।
পরবর্তী ম্যাচে নিজেদের পরিকল্পনা জানিয়ে দীপ বলেন, ‘গত কয়েকদিন ধরেই দেখছি উইকেট নিয়ে খুব কথা হচ্ছে। বাস্তবতা হচ্ছে উইকেট যেমনই হোক না কেন আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি তবে ম্যাচ হাতের নাগালেই থাকবে।’
তবে দ্বিতীয় ক্রিকেট স্পোর্টিং হবে বলে মনে করেন ভারতীয় এই পেসার, ‘যদি পিচ পেসারদের অনুকূলে নাও থাকে, তবুও আমার এমন পরিকল্পনা করতে হবে যাতে প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারি। যতটুকু দেখেছি কানপুরের উইকেট যথেষ্ট স্পোর্টিং। যেখানে উভয় পক্ষই সুবিধা পাবে।’
আরও পড়ুন: নেইমারকে নিয়ে দুঃসংবাদ শোনালেন আল হিলালের কোচ
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এফএএস