আইসিসির আসন্ন মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হবে পাকিস্তানের মাটিতে। আগামী বছর ফেব্রুয়ারিতে মাঠে ঘোরাবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। দেশটিতে ভারত খেলতে যাওয়া না-যাওয়া নিয়ে এখনো রয়েছে অনেক প্রশ্ন। তবে এর মাঝেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আয়োজক দেশ পাকিস্তানকে বড় অংকের বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে ভারত ও পাকিস্তানের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে তারা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ৭ কোটি ডলারের বিশাল অঙ্কের বাজেট অনুমোদন দিয়েছে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮২২ কোটি সাড়ে ৩ লাখ টাকা।
দ্য বিজনেস স্টান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির অর্থ এবং বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেয়া হয়েছে। সেই সভাটি পরিচালনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। আইসিসির এক বিশ্বস্ত সূত্রে গণমাধ্যমটি জানিয়েছে বিশাল এই বাজেট ছাড়াও অতিরিক্ত ৪৫ লাখ ডলার রিজার্ভ রাখা হয়েছে।
মূলত পাকিস্তানে আয়োজিত এই টুর্নামেন্ট খেলতে যাওয়া নিয়ে শুরু থেকে নিজেদের আপত্তির কথা জানিয়ে আসছিল ভারত। পাকিস্তানের পরিবর্তে তাদের ম্যাচগুলো অন্য কোন দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারত। যেমন গত এশিয়া কাপেও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন হয়েছিল। তবে সেবার ফাইনালসহ ভারতের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন হওয়ায় লোকসানের মুখে পড়েছিল পাকিস্তান।
তাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে কোন প্রকার ছাড় দিতে নারাজ দেশটি। অবশ্য এবারও যদি শেষ পর্যন্ত ভারত পাকিস্তানে যেতে রাজি না হয়, তবে আরো একবার হাইব্রিড মডেলে দেখা যেতে পারে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। কিন্তু এবার যাতে কোন প্রকার লোকশানে না পড়ে পাকিস্তান, তাই আগে থেকেই এই অতিরিক্ত ৪৫ লাখ ডলার রিজার্ভ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন হলে বাড়িতে যে খরচ হবে তা এই অতিরিক্ত রিজার্ভ থেকে দেওয়া হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। তবে এখনো পাকিস্তানের চাওয়া ভারত যেন খেলতে চায় তাদের দেশে। যেমনটা গত বছর ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পুরো পাকিস্তান দল। যদিও এখন পর্যন্ত নিজেদের অবস্থানে অটল রয়েছে ভারত।
আরও পড়ুন: লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে
ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৪/এফএএস