বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে অংশগ্রহণ করার ঘটনা খুবই বিরল। বেশিরভাগ সময় ওয়াইল্ড কার্ডের মাধ্যমেই প্রতিযোগিতারা অংশগ্রহণ করে থাকে। তবে আসন্ন প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে সরাসরি খেলার টিকিট পেয়েছেন আর্চার সাগর ইসলাম। এর আগে টোকিও অলিম্পিকে আর্চার রোমান সানা সরাসরি খেলার টিকিট পেয়েছিলেন।
তুরস্কে অনুষ্ঠিত ২০২৪ ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে সোমবার (১৭ জুন) রিকার্ভ পুরুষ একক থেকে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ করে নিয়েছেন সাগর। টুর্নামেন্টের ফাইনালে রানার্সআপ হয়ে রৌপ্যও দিয়েছেন এই আর্চার।
এই টুর্নামেন্ট থেকে পাঁচজনের জন্য অলিম্পিকের কোটা ছিল। সেমিতে উত্তীর্ণ হলেই সরাসরি অলিম্পকে অংশগ্রহণ সুযোগ পেত প্রতিযোগীরা। যেখানে সেমির পাশাপাশি ফাইনালেও উঠেছিলেন সাগর। তবে ফাইনালে উজবেকিস্তানের আর্চার সাদিকভ আমিরখনের কাছের হেরে রানার্সআপ হয়েছেন তিনি।
আরও পড়ুন:
» বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে সেরা দশে সাকিব-মুস্তাফিজ
» সুপার এইটে বাংলাদেশের ভালো খেলার উপায় বলে দিলেন তামিম
এই কোটা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন আরো দুই বাংলাদেশি। অবশ্য তারা কোয়ার্টারের বাধা পেরিয়ে সেমিতে উঠতে ব্যর্থ হন। যার ফলে একমাত্র সাগরই প্যারিস অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা আসর অলিম্পিকের। এই আসরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার ক্রীড়াবিদ অংশ নেবেন।
ক্রিফোস্পোর্টস/১৮জুন২৪/বিটি