টি-টোয়েন্টি বিশ্বকাপের দোলাচলে একটু ব্যাকফুটে রয়েছে মাঠে গড়ানো ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ। তেমন খোঁজ নিচ্ছে না কেউই। তবে ফুটবলভক্তদের জানিয়ে রাখি, জমে উঠতে শুরু করেছে ইউরোপের সেরা হওয়ার এই টুর্নামেন্ট। আসরে প্রত্যাশিত জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস।
ইংল্যান্ড জুড বেলিংহামের একমাত্র গোলে সার্বিয়াকে হারায়। নেদারল্যান্ডস পিছিয়ে পড়ে পোল্যান্ডের বিপক্ষে ২-১’এ জয় পায়।
জার্মানিতে আসর শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে আইসল্যান্ডের কাছে হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলো ইংল্যান্ড দল। ওই ম্যাচের পর কোচ গ্যারেথ সাউথগেট শুনিয়েছিলেন আশার বাণী। বলেছিলেন, মূল টুর্নামেন্ট শুরু হলে ঘুরে দাঁড়াবে দল।
‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দল জয়ে ফিরেছে ঠিকই, কিন্তু পারফরম্যান্সে কালো মেঘটা কাটেনি। সোমবার গেলসেনকির্শেনে ‘থ্রি লায়ন্সের’ জয় একমাত্র গোলে। ম্যাচের ১৩ মিনিটে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার জুড বেলিংহাম গোলটি করেন। পুরো ম্যাচে গোলের জন্য মাত্র পাঁচটি শট নিতে পারে ইংল্যান্ড। লক্ষ্যে থাকে তিনটি। সার্বিয়ার ছয় শটের একটি ছিলো লক্ষ্যে। এই গ্রুপে স্লোভেনিয়া ও ডেনমার্কের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
‘ডি’ গ্রুপে নেদারল্যান্ডসও জয়ে শুরু করেছে ইউরো। হ্যামবুর্গে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়ে ডাচরা। পোলিশদের গোলদাতা ফরোয়ার্ড অ্যাডাম বুক্সা। ২৯ মিনিটে লিভারপুল ফরোয়ার্ড কোদি গাকপোর গোলে সমতায় ফিরে ৮৩ মিনিটে বার্নলির স্ট্রাইকার ওউত ওয়েগহর্সের লক্ষ্যভেদে জয়ের স্বস্তিতে ভাসে নেদারল্যান্ডস।
আরও পড়ুন: নেপালের অধিনায়কের সঙ্গে কী নিয়ে বাগবিতণ্ডায় জড়ান সাকিব?
ক্রিফোস্পোর্টস/১৭জুন২৪/এজেড