
ঘরের মাঠে বল দখলের পরিসংখ্যানে এদিন এগিয়ে ছিল উরুগুয়ে। তবে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। উল্টো আক্রমণ তৈরিতে এগিয়েছিল আর্জেন্টিনা। আর সেখানেই এক গোল জালে জড়িয়ে বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতে নিল আলবিসিলেস্তেরা। এতে ২০২৬ বিশ্বকাপে রীতিমতো এক পা দিয়ে রাখল তারা।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ শনিবার (২২ মার্চ) ভোরে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা। এতে সপ্তম স্থানে থাকা বলিভিয়ার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো ১৫। আর মাত্র ১ পয়েন্ট পেলেই আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আর্জেন্টিনা।
এদিন ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে থিয়াগো আলমাডার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৬৮তম মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক বুলেট গতির শটে গোল করেন তিনি। এরপর আর কোন গোল হয়নি গোটা ম্যাচে। আলমাডার দুর্দান্ত সেই গোলটি শেষ পর্যন্ত হয়ে রয়েছে ম্যাচের ফলাফল নির্ধারক।
আরও পড়ুন:
» টানা দুই ম্যাচে ‘ডাক মারা’ হাসানের সেঞ্চুরিতে নতুন ইতিহাস
» আইপিএলে কেকেআর-আরসিবি ম্যাচসহ আজকের খেলা (২২ মার্চ ২৫)
অবশ্য এর আগে গেল বছর বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম দেখায় মেসিদের নিয়েই ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করেছিল উরুগুয়ে। ঘরের মাঠে হারের সেই প্রতিশোধ আজ প্রতিপক্ষের মাঠেই নিল আর্জেন্টিনা। তবে ম্যাচ জিতলেও শেষদিকে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে লাল কার্ড দেখেছেন নিকোলাস গঞ্জালেজ। ফলে পরের ব্রাজিল ম্যাচে খেলতে পারবেন না তিনি।
উল্লেখ্য, লাতিন আমেরিকা অঞ্চলের ১০ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব। যেখানে পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে। যেখানে দারুন ছন্দে পয়েন্ট তালিকার ওপরেই রয়েছে আর্জেন্টিনা। আগামী ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে অন্তত ড্র করলেও সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে মেসিদের।
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৫/এফএএস
