
আজকের আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ নিয়ে বেশ কিছুদিন যাবত বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল ফুটবল ভক্তরা। বছরে প্রথমবারের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উপভোগ করতে মুখিয়ে ছিল সকলে। তবে এদিন ম্যাচে যেন দেখা গেল এক পেশে খেলা। ব্রাজিলের জালে এক হালি গোল জড়িয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।
আজ বুধবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। এদিন ব্রাজিলকে রুখে দিতে পারলেই আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলার জায়গা নিশ্চিত হবে স্বাগতিকদের, এমনটাই ছিল সমীকরণ। তবে সেই ম্যাচে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে আলবিসিলেস্তেরা। অবশ্য বলিভিয়া ও উরুগুয়ে ম্যাচ ড্র হওয়ায় মাঠে নামার আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।
ঘরের মাঠে এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় মেসি বিহীন আর্জেন্টিনা। স্বাগতিকদের প্রথম লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। সতীর্থদের গোছালো আক্রমনে আলমাদার অ্যাসিস্ট থেকে দুই ডিফেন্ডারের মাঝে বল পেয়ে জালে জড়ান আলভারেজ। এর আট মিনিট বাদে দলের ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ।
আরও পড়ুন:
» পর্যবেক্ষণের সময় শেষ হওয়ার আগেই ঢাকায় আনা হচ্ছে তামিমকে
» অভিষেক হামজার, শুরুর একাদশে নেই জামাল ভূঁইয়া
নাহুলের মলিনার ডানপ্রান্ত থেকে নেয়া ক্রস থেকে সহজ ফিনিশিংয়ে করেন ফার্নান্দেজ। এতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। অবশ্য কিছুক্ষণ বাদেই এক গোল শোধ দেয় ব্রাজিল। বক্সের বাইরে প্রতিপক্ষ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো বল পজিশন হারালে সেখান থেকে জায়গা করে দারুণ শটে গোল করেন ম্যাথিয়াস কুনহা।
তবে প্রথমার্ধে আরও এক গোল ব্রাজিলের জালে জড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৩৭তম মিনিটে ডি বক্সের মধ্যে লম্বা পাসে বল পেয়ে যান ম্যাক আলিস্টার। আলতো ছোঁয়ায় বলকে জালের পথ দেখান তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে পড়া তালিয়াফিকোর ক্রসে বেশ কঠিন কোণ থেকে নেওয়া শটে গোল করেন বদলি হিসেবে নামা জিউলিয়ানো সিমিওনে।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৫/এফএএস
