Connect with us
ফুটবল

শুক্রবার মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল

messi neymar
লিওনেল মেসি ও নেইমার। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামীকাল (শুক্রবার) মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৫ টায় শুরু হবে।

অন্যদিকে, আর্জেন্টিনার ম্যাচ শুরুর দেড় ঘন্টা পর ভোর সাড়ে ৬টায় ভেলুনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবে লাতিন জায়ান্ট ব্রাজিল। এছাড়াও ভোর ছয় টায় চিলি-পেরু মুখোমুখি হবে এবং রাত আড়াইটায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবে কলম্বিয়া।

তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে স্বস্তির বিষয়, লিওনেল মেসির ইন্জুরি থেকে ফিরে আসা। যদিও আগামীকালের ম্যাচে তিনি খেলবেন কি না নিশ্চিত না। তবে দলের অনুশীলনে হাস্যোজ্জ্বল, ফুরফুরে মেজাজের মেসিকেই দেখা গেল।

আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি বলেন, লিওনেল মেসি আমাদের সাথে ট্রেনিং করেছে এবং সে এখন ইন্জুরিমুক্ত। এটাই সবচেয়ে স্বস্তির বিষয়। তবে সে আগামী ম্যাচে খেলবে কি না সেটা নিশ্চিত নয়। এমনও হতে পারে যে, প্যারাগুয়ের বিপক্ষে ৮০ মিনিট খেলিয়ে তাকে পরের ম্যাচে বিশ্রাম দেয়া হলো। আবার দুই ম্যাচেই ৯০ মিনিটও খেলতে পারে।

আগামীকাল নিজেদের মূল একাদশ নিয়েই প্যারাগুয়ের মোকাবিলা করবে বিশ্ব র‌্যাংকিং এর এক নাম্বার দলটি। যদিও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের রেকর্ড মোটেই সমীচীন নয়। তাদের বিপক্ষে সব শেষ ৬ সাক্ষাৎ এ মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

অপর দিকে আগামীকাল ভোর সাড়ে ৬টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এদিন দানি আলভেসকে পেছনে ফেলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার রেকর্ডের সামনে দাঁড়িয়ে ব্রাজিলের নাম্বার টেন নেইমার। নেইমার ছাড়াও ভিনিসিয়ুস, রদ্রিগো, গ্যাব্রিয়েল হেসুস, রিচার্লিসনরা সেলেসাওদের হয়ে মাঠ মাতাবেন। ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল ২৯ ম্যাচের ২৪ টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে।

ভেনেজুয়েলাকে লাতিন অঞ্চলের আন্ডারডগ হিসেবে ভাবা হয়। বর্তমানে বাছাই পর্বে ভেনেজুয়েলার অবস্থান ৫ নাম্বারে।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইপর্বের আগে মেসিকে নিয়ে দুঃসংবাদ

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৩/এসএম/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল