Connect with us
ফুটবল

কোপার আগে দুই প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করল আর্জেন্টিনা

Argentina Team
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি- সংগ্রহীত

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আমেরিকার এবারের আসর। তার আগে প্রস্তুতি হিসেবে নাইজেরিয়া ও এল সালভাদরের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে মেসি মাঠে না নামায় বেশ ক্ষুব্ধ চীন ও হংকংয়ের ফুটবল ভক্তরা। তাই মেসির নিরাপত্তার কথা মাথায় রেখে সে সময় এশিয়ায় আর্জেন্টিনার সফর বাতিল করা হয়।

তবে গতকাল বৃহস্পতিবার সেই ম্যাচ দুটির সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতি দিয়ে আসন্ন দুই ম্যাচের সূচি জানিয়েছে তারা। যেখানে আগামী ২২ মার্চ এল সালভাদর ও ২৬ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

সূচি অনুযায়ী এল সালভাদরের বিপক্ষে ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে এবং পরের নাইজেরিয়া ম্যাচ অনুষ্ঠিত হভে লস অ্যাঞ্জলসের কলিসিও স্টেডিয়ামে। এছাড়াও কোপা আমেরিকার আগে জুনে কনকাকাফের কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। প্রতিপক্ষ এখনও নির্ধারিত না হলেও সেক্ষেত্রে এগিয়ে রয়েছে হন্ডুরাস ও ইকুয়েডর।

এর আগে গত ২০ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে তাদের ঘরের মাঠে ইন্টার মায়ামির হয়ে খেলেছিলেন মেসি। সেবার এমএলএসের প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবেই সেন্ট্রাল আমেরিকান দলটির সঙ্গে খেলেছিল তারা। ম্যাচটিতে ৪৫ মিনিট মাঠে ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত গোলশূন্য ব্যবধানে ড্র হয় ম্যাচটি।

এদিকে কোপা আমেরিকার আসন্ন ৪৮তম আসরটি বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার যেখানে যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। ১৬ দলের এই টুর্নামেন্টে কঠিন গ্রুপেই পড়েছে মেসির আর্জেন্টিনা। কোপার ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে পেরু এবং চিলি। তাই কোপার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলো খেলবে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন: আইপিএলে মুস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচ যেদিন

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল