বর্তমানে কোপা আমেরিকায় ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা। ইতোমধ্যে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে তারা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এরই মাঝে আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আলবিসিলেস্তেরা। আগামী ২৬ জুলাই থেকে মাঠে গড়াবে অলিম্পিকের ৩৩ তম আসর।
অলিম্পিক আসর সামনে রেখে ১৮ সদস্যের আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে দলের কোচ হ্যাভিয়ের মাসচেরানো। এই স্কোয়াডে থাকছে বিশ্বকাপজয়ী ফুটবলারও। গেল বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো দলের দুই সদস্য নিকোলাস ওটামেন্ডি ও জুলিয়ান আলভারেজ থাকছে অলিম্পিকের এই স্কোয়াডে।
এমিলিয়ানো মার্টিনেজ ও এঞ্জো ফার্নান্দেজের সম্ভাবনা ছিল অলিম্পিকে খেলার। তবে শেষ পর্যন্ত তাদের ক্লাব ছাড়তে অস্বীকৃতি জানানোয় আর খেলা হচ্ছে না তাদের। এদিকে প্যারিস অলিম্পিকে লিওনেল মেসির খেলারও গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বয়সের কথা মাথায় রেখে নিজেকে অলিম্পিক দল থেকে আগেই সরিয়ে নিয়েছেন মেসি।
সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমরা পরিস্থিতি বুঝতে পারছি। এই মুহূর্তে অলিম্পিক নিয়ে ভাবা কঠিন কাজ, কারণ আমরা এখন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। এটা হলে দুই বা তিন মাস ক্লাব থেকে বিচ্ছিন্ন থাকব। আর সবার উপরে আমার বয়স। এখন যে অবস্তায় আছি এমন না যে, সব কিছুতে থাকতে পারব।’
আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড :
গোলকিপার: লেয়ান্দ্রো ব্রে, জেরনিমো রুল্লি,
ডিফেন্ডার: মার্কো দি সেজারো, হুলিও সোলের, জোয়াকুইন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাদ ওটামেন্ডি, ব্রুনো আমিওনে,
মিডফিল্ডার: এজিকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজ্জে, ক্রিস্টিয়ান মেদিনা, কেভিন জেনোন
ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডো, থিয়াগো আলমাদা, ক্লাদিও ইচেভেরি, হুলিয়ান আলভারেজ ও লুকাস বেলত্রান।
আরও পড়ুন: কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন ভিনিসিয়াস জুনিয়র
ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/এফএএস