Connect with us
অন্যান্য

ক্রিকেটে উন্নতি করতে বাংলাদেশের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

Marcelo C. Sessa in a meeting with Papon
পাপনের সঙ্গে সাক্ষাতকারে মার্সেলো সি সেসা। ছবি- সংগৃহীত

ক্রিকেটে উন্নতি করতে বাংলাদেশের নিকট সহযোগিতা চেয়েছে আর্জেন্টিনা। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাতের সময় এ বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা। ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির উন্নতিতেও সাহায্য চেয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। এদেশের অন্যান্য খেলাধুলার তুলনায় ক্রিকেটে অনেক উন্নতিও লক্ষণীয়। অপরদিকে ফুটবলের জন্য বিশ্বব্যাপী পরিচিত আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ীদের ভক্ত-সমর্থকদের অভাব নেই এদেশে। তাইতো ভৌগলিকভাবে অনেক দূরে অবস্থিত থাকা স্বত্তেও ফুটবল এক করেছে এই দুই দেশকে।

দেশের ফুটবল ভক্তদের এত সমর্থন পেয়ে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গত বছর আর্জেন্টিনার দূতাবাসও স্থাপন করা হয়েছে বাংলাদেশে। আর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও একসাথে কাজ করতে চায় আর্জেন্টিনা। দূতাবাস স্থাপনের পর বাংলাদেশ সফরে আসা আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও ফুটবল নিয়ে একটি সমঝোতা চুক্তি করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারের সাক্ষাৎকারে ক্রীড়াঙ্গনে একসাথে কাজ করার বিষয়টি আরো এগিয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ও রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা।

ক্রিকেটে উন্নতি করতে আর্জেন্টিনাকে যথাসম্ভম সহযোগিতা করবে বাংলাদেশ।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মার্সেলো সি সেসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পাপন বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটে সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা যা প্রয়োজন আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।’

বাংলাদেশ ক্রিকেটে অনেক এগিয়ে গেলেও এখনো অনেক পিছিয়ে রয়েছে ফুটবলে। অপরদিকে ফুটবলে বিশ্বের সেরা দেশগুলোর একটি লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। তাইতো বিশ্বচ্যাম্পিয়নদের রাষ্ট্রদূতের কাছে ফুটবলে উন্নয়নের সহযোগিতা চেয়েছেন পাপন। পাশাপাশি হকিতেও তাদের সহযোগিতা কামনা করছেন যুব ও ক্রীড়া মন্ত্রী।

তিনি বলেন, ‘ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি। আবার আমাদের ছেলে-মেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে। আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি, আবার তারা আমাদের কী দিতে পারে- এ রকম একটা ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।’

এদিকে মার্সেলো সংবাদমাধ্যমকে বলেন, ‘সমঝোতা চুক্তির পর প্রথম আনুষ্ঠানিক সভা এটি। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অবশ্যই ফুটবল সেখানে প্রাধান্য পেয়েছে। এছাড়া ক্রিকেট ও হকি নিয়ে আমরা এগোতে চাই সেটাও আলোচনা করেছি।’

আরও পড়ুন: মুস্তাফিজকে চেনার পর মনে হয়েছে সে মানুষ হিসেবে দারুণ: পাথিরানা 

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য