Connect with us
ফুটবল

শীর্ষে আর্জেন্টিনা, টানা হারের ধকলে র‍্যাঙ্কিয়ে পেছালো ব্রাজিল

Arg vs Brazil
শীর্ষে আর্জেন্টিনা, টানা হারের ধকলে র‍্যাঙ্কিংয়ে পেছালো ব্রাজিল। ছবি- সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের সময়টা বর্তমানে মোটেই সুখকর যাচ্ছে না। তিতের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া ফার্নান্দো দিনিজের তত্ত্বাবধানে মাঠের ফুটবলে যেন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ হারের মুখ দেখতে হয়েছে সাম্বা ফুটবলের দেশটিকে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটি হলো বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ইতিহাসে এই প্রথম ঘরের মাঠে হেরে বসেছে ব্রাজিল। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে।

টানা হারের প্রভাব গিয়ে পড়েছে ব্রাজিল দলের রেটিং পয়েন্টে। এক ধাক্কায় ২৫ পয়েন্ট কমে গেছে ব্রাজিলের। এর আগে বেশ কিছু দিন যাবত সেরা তিনে অবস্থান করলেও হারের প্রভাবে এবার পাঁচ নম্বরে নেমে গেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অপরদিকে শীর্ষ স্থান এখনো ধরে রেখেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ব্রাজিলের পিছিয়ে পড়ার সুযোগে র‍্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ড ও বেলজিয়ামের। দল দু’টি র‍্যাঙ্কিয়ে পর্যায়ক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে।

এদিকে ব্রাজিলের বর্তমানে রেটিং পয়েন্ট ১৮১২.২। উরুগুয়ের কাছে হেরেও ব্রাজিলকে হারিয়ে পয়েন্ট বাড়িয়ে নিয়েছে আলবিসেলেস্তারা। ৯ পয়েন্ট বেড়ে আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৮৬১.২৯। ১৮৫৩.১১ পয়েন্ট নিয়ে ফ্রান্সের অবস্থান র‍্যাঙ্কিয়ের তিন এ। এক ধাপ করে পিছিয়ে তালিকার ছয় ও সাত এ অবস্থান করছে নেদারল্যান্ডস ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এছাড়া ৮, ৯, ১০ নম্বরে থাকা স্পেন, ইতালি, ক্রোয়েশিয়ার অবস্থান অপরিবর্তিত আছে।

সাম্প্রতিক সময়ে দুই লাতিন জায়ান্ট ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারানোর সুফল পেয়েছে ভালভার্দে-আরাউহোর উরুগুয়ে। এর আগে র‍্যাঙ্কিয়ের ১৫ তে থাকা উরুগুয়ে ৪ ধাপ এগিয়ে এখন অবস্থান করছে তালিকার ১১ নম্বরে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ছাড়া নভেম্বর মাসে ইউরোপের দেশগুলো আসন্ন ২০২৪ ইউরোর বাছাইপর্বের ম্যাচও খেলেছে। চলতি নভেম্বর মাসে ফিফাভুক্ত দেশগুলো মোট ম্যাচ খেলছে ১৮৮ টি। আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর ২৪ দলের মধ্যে ২১ দল ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। আর শুধু মাত্র ৩ টি দেশের চূড়ান্ত হতে বাকি আছে।

আরও পড়ুন: স্কালোনিকে ঘিরে সুখবর, স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে

ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল