Connect with us
ফুটবল

ফের মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, এবার নতুন মঞ্চ

আর্জেন্টিনা বনাম ব্রাজিল

দীর্ঘ দিন পর ব্রাজিলের আতিথ্য নিতে দেশটিতে গিয়েছিল বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা। দুদিন আগের সেই ম্যাচটি রূপ নেয় সংঘাতে।

গ্যালারির দাঙ্গার রেশ পৌঁছেছে মারাকানার মাঠেও। অবিশ্বাস্য এই ঘটনার পরও ম্যাচটি মাঠে গড়িয়েছে, সুপার ক্লাসিকোতে ব্রাজিলকে হারিয়েই মাঠ ছাড়ে মেসিরা।

সেদিনের সেই ঘটনার রেশ গড়িয়েছে অনেক দূর। ম্যাচ শেষ ব্রাজিলের কড়া সমালোচনা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এর জবাবে দেশটির নিরাপত্তা বাহিনীর ঘারে দোষ চাপিয়ে বিবৃতিও দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

এবার সেসব উত্তেজনার রেশ না কাটতেই আবারও মাঠের লড়াইয়ে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুদল ফের মুখোমুখি হচ্ছে। তবে এবার মাঠে নামবে দুদেশের যবারা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচে লড়বে জুনিয়র মেসি-নেইমাররা। ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

এদিকে গ্রুপ-সি থেকে টেবিলের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টিম ব্রাজিল। অপরদিকে গ্রুপ-ডি থেকে তালিকার শীর্ষে থেকে কোয়ার্টারে পা দেয় আলবি সেলেস্ত যুবারা।

এর আগের গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি জয় পায় টিম ব্রাজিল। প্রথম ম্যাচে ইরানের কাছে হারলেও ক্যালেডোনিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে জাত চেনায় সেলেসাও যুবারা। অন্যদিকে তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে পা দেয় আর্জেন্টাইন যুবারা।

আরও পড়ুন: মেসির কড়া মন্তব্য, বিবৃতি দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল