Connect with us
ফুটবল

নতুন বছরে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল, ম্যাচ কবে?

Argentina vs Brazil
আর্জেন্টিনা বনাম ব্রাজিল। ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। আসছে নতুন বছর আরও একবার প্রতিযোগিতামূলক ফুটবলে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ব্রাজিলকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। বিশ্বকাপের টিকেট পেতে ব্রাজিলের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।

বর্তমানে ফুটবল মাঠের সময়টা খুব একটা ভালো কাটছে না সেলেসাওদের জন্য। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই নিয়ে কিছুটা অস্বস্তিতেই রয়েছে ব্রাজিল। এরই মধ্যে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ১২টি করে ম্যাচ খেলে ফেলেছে প্রতিটি দল। যার মধ্যে ৫ জয়, ৪ হার এবং ৩ ড্র নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল।

আগামী বছর বাছাই পর্বের বাকি ৬টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। তিনটি আলাদা ফিফা উইন্ডোতে খেলা হবে এই ম্যাচগুলো। যেখানে মার্চের ফিফা উইন্ডোতেই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২৬ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ১৪তম ম্যাচে ব্রাজিল খেলবে আর্জেন্টিনার ঘরের মাঠে। বাছাইপর্বের সেরা ছয় দলের মধ্যে জায়গা ধরে রাখতে এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য।

আরও পড়ুন:

» ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল, মনে করেন রোনালদো

» ২০২৫ সালে আর্জেন্টিনার সব ম্যাচের সময়সূচি

লাতিন আমেরিকা অঞ্চলের ১০ দল থেকে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে শীর্ষ ছয় দল। যেই তালিকা এখন পর্যন্ত সবার উপরে রয়েছে আর্জেন্টিনা। ১২ ম্যাচের ৮টিতেই জিতেছে তারা। বিপরীতে হেরেছে ৩ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচে। এতে ২৫ পয়েন্ট নিয়ে এই অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের তালিকায় এখন পর্যন্ত শীর্ষে আছে আলবিসিলেস্তেরা।

বাছাই পর্বের এই দুই চির প্রতিদ্বন্দ্বীর মহারণ দেখার পূর্বে ২১ মার্চ ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। আর একইদিন আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিপক্ষে। এরপর জুনের ফিফা উইন্ডোতে ব্রাজিল দুটি ম্যাচ খেলবে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে। অপরদিকে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলি এবং কলম্বিয়ার।

আর সেপ্টেম্বরের তৃতীয় উইন্ডোতে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে। আর বিপরীতে ব্রাজিল খেলবে চিলি এবং বলিভিয়ার বিরুদ্ধে। আর্জেন্টিনা অনেকটা স্বস্তিদায়ক অবস্থানে থাকলেও কিছুটা চিন্তিত থাকতে পারেন ব্রাজিলের সমর্থকরা। অবশ্য এই বছর শেষ কিছু ম্যাচ জয়ে এখনও ভালো সুযোগ রয়েছে তাদের সামনে।

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল