গতকাল রাতে ফ্রান্সের বিপক্ষে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে স্বাগতিকদের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে অলিম্পিক থেকে ছিটকে গেল আলবিসিলেস্তেরা। আর এরই মধ্যে দিয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে রীতিমতো প্রতিশোধ নিয়ে নিল গেল ফিফা বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স।
কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তারপর থেকে অবনতি হয় এই দুদেশের মাঝে সম্পর্ক। সম্প্রতি কোপা আমেরিকা জয়ের পরও ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান গাইতেও শোনা যায় আর্জেন্টাইন ফুটবলারদের। যা নিয়ে বেশ ক্ষুব্ধ ছিল ফরাসি ফুটবলার ও সমর্থকরাও। যার আঁচ গতকাল রাতের ম্যাচেও দেখা যায়।
এদিন গোটা ম্যাচের পরিসংখ্যান হিসেব করলে এগিয়েছিল আর্জেন্টিনা। বল দখল থেকে শুরু করে আক্রমণ, সব জায়গাতেই নিজেদের আধিপত্য রেখেছিল হুলিয়ান আলভারেজের দল। তবে ম্যাচের একদম শুরুতে গোল পেয়ে যায় ফ্রান্স। শেষ পর্যন্ত সেই গোলটাই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল। পুরো ম্যাচে অসংখ্যবার চেষ্টা করেও গোলের শোধ দিতে পারেনি আর্জেন্টিনা।
ম্যাচের মাত্র ৫ মিনিটে গোল খেয়ে বেশ চাপে পড়ে যায় আর্জেন্টিনা। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন দলের কোচ হাভিয়ের মাচেরানো, ‘এই ঘটনা প্রথম নয়। এখনই কোনো প্রকার সিদ্ধান্তে যেতে চাই না। আমরা গোল করতে পারিনি, বরং শুরুর দিকে গোল হজম করি। যাতে ম্যাচের প্রথম ১৫ মিনিট আমাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। তবে এরপর দল নিজেদের গুছিয়ে নিয়েছে।’
গোটা ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত গোল না পাওয়ায় নিজের হতাশা প্রকাশ করেন অলিম্পিকে আর্জেন্টিনার এই কোচ। তিনি বলেন, ‘দল নিজেদের গুছিয়ে নিয়ে সমতায় ফেরার চেষ্টা করে, বেশ কিছু সুযোগও তৈরি করেছিল তারা। এমনটা আগেও হয়েছে। ফুটবল এমনই হয়। সম্ভাব্য সকল কিছু করার পরেও আপনাকে খালি হাতে ফিরতে হয় অনেক ক্ষেত্রে।’
অলিম্পিক থেকে বিদায় বেলায় বাস্তবতা মেনে নিয়েছেন আর্জেন্টাইন কোচ মাচেরানো। তিনি আরও বলেন, আমরা প্রতিপক্ষের তুলনায় বেশি সুযোগ তৈরি করেছিলাম। তবে আজ আমাদের দিন ছিল না। ভালো খেলেও হারতে হয়েছে। এদিন ছিল আমাদের ঘরে ফেরার পালা। আর এটাই বাস্তবতা। ফুটবলে যা আপনাকে মেনে নিতেই হবে।’
আরও পড়ুন: ভারত পাকিস্তানে না গেলে ভিন্ন পথে হাটবে পিসিবি!
ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৪/এফএএস