Connect with us
ফুটবল

জয় পেলেও মাঠ নিয়ে অভিযোগ আর্জেন্টিনার

Argentina
লাউতারো মার্তিনেজের গোল। ছবি: রয়টার্স

কোপা আমেরিকা আর মাঠ নিয়ে সমালোচনা যেন একে অপরের পরিপূরক। গত আসরেও মাঠ নিয়ে কম সমালোচনা হয়নি৷ এবারও উদ্বোধনী দিনেই মাঠ নিয়ে সমালোচনা পোহাতে হয়েছে কোপা আমেরিকাকে৷ আজ উদ্বোধনী দিনে কানাডার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলেও মাঠ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবলাররা৷

আটলান্টার মার্সি ডিজ বেঞ্জ স্টেডিয়ামে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে কানাডাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে আর্জেন্টিনা৷ শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা ভালোভাবেই করেছে লিওনেল মেসির দল৷ তবে ম্যাচে জয় পেলেও মাঠ নিয়ে একগাদা অভিযোগ করেছে আর্জেন্টাইন ফুটবলাররা৷

মার্সিডেঞ্জ বেঞ্জ স্টেডিয়ামটি মূলত একটি সিনথেঠিক সার্ফেস। আর্জেন্টিনার ম্যাচের মাত্র ৫দিন আগে সেখানে প্রাকৃতিক ঘাস লাগানো হয়েছে। তাতেও কোনো উন্নতি হয়নি৷ ফলে ফুটবলারদের মাঠে দৌঁড়াতে সমস্যা হয়েছিল৷ ম্যাচ শেষে মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ৷ তিনি বলেন,’এ ধরণের মাঠে খেলা চালানো ভয়ঙ্কর৷ আমাদের অবশ্যই মাঠের গুণগত মান উন্নত করতে হবে নয়তো ইউরো চ্যাম্পিয়ন্সশিপের চেয়ে কোপা আমেরিকা পিছিয়ে পড়বে৷’

আরও পড়ুন : বাংলাদেশের ২৮ রানের হার, সুপার এইটের পয়েন্ট টেবিলের কেমন হালচাল?

মাঠের সমালোচনায় যোগ দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি৷ তার মতে আটলান্টার মাঠ মোটেও খেলোয়াড়দের উপযোগী নয়৷ তিনি বলেন,’আজকের ম্যাচটি গত বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচটির মতো ছিল। ওই ম্যাচের সঙ্গে এই ম্যাচের পার্থক্য শুধু মাঠ। যাহোক আমরা জয় পেয়েছি, অন্যথায় এটা একটা অজুহাত হিসেবে দাঁড় করানো হতো। তারা জানতো সাত মাস আগে আমরা এখানে খেলেছি এবং দুইদিন আগে তারা মাঠ পরিবর্তন করেছে। এটা কোনো অজুহাত নয়, কিন্তু এই মাঠ ভালো নয়। এই মাঠ খেলোয়াড়দের জন্য মোটেও উপযোগী নয়।’

কোপা আমেরিকা শুরু না হতেই মাঠ সমালোচনা চরমে। খেলোয়াড়দের দাবি এভাবে চলতে থাকলে ইউরো’র চেয়ে পিছিয়ে পড়বে কোপা আমেরিকা।

ক্রিফোস্পোর্টস/২১জুন২৪/টিএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল