বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবলের এতো ভক্ত সমর্থক আছে তা আগে কখনো চিন্তাই করেনি দেশটি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফুটবল উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশকে। আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিশ্বকাপ জয় যেন বাংলাদেশেরই জয়। আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনা বিশ্ব গণমাধ্যমে প্রকাশের পর অনেক কিছুই পাল্টে গেছে।
আর্জেন্টিনাতেও এ উন্মাদনা ঢেউ পৌঁছে যায়। এরপর থেকে বাংলাদেশি ভক্তদের ভালোবাসার প্রতিদান দিচ্ছে তারা। দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে দূতাবাস চালুর মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এছাড়া দেশটির ঘরোয়া লিগে দেখা গেছে বাংলাদেশের পতাকা।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেছেন, বাংলাদেশ আমাদের এভাবে সমর্থন দিচ্ছে, এতে আমরা গর্বিত। এত ভালোবাসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
এবারের ঈদুল আজহায় বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। অফিসিয়াল ফেসবুক পেজে লিওনেল মেসি, ডি পল ও ডি মারিয়ার একটি ছবি পোস্ট করে লেখা হয়; বাংলাদেশের সকল বন্ধুকে ঈদ মোবারক।
এছাড়াও ছবির ক্যাপশনে লেখা হয়, বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। এই উৎসব উৎসব হোক ভালোবাসা, শান্তি ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করা স্মরণীয় মুহূর্তের।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশের পরীক্ষা অস্ট্রেলিয়ার বিপক্ষে
ক্রিফোস্পোর্টস/২৯জুন/এসএ